- Home
- Entertainment
- Bengali Cinema
- গুঞ্জনকে তুড়ি, এবার 'মাচা'-তে আরও কাছাকাছি যশ-নুসরত, 'নোংরামি' বলে কটাক্ষ সাইবারবাসীর
গুঞ্জনকে তুড়ি, এবার 'মাচা'-তে আরও কাছাকাছি যশ-নুসরত, 'নোংরামি' বলে কটাক্ষ সাইবারবাসীর
- FB
- TW
- Linkdin
সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং টলি অভিনেতা যশ দাসগুপ্তকে নিয়ে উত্তাল নেটিজেনরা। ঘনিষ্ঠতা থেকে ছবি পোস্ট সবেতেই যেন শিরোনামে রয়েছেন টলিউডের এই পাওয়ার কাপল।
প্রেমের গুঞ্জনে মধ্যেও কয়েকদিন ধরেই একটি পোস্টার ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়।সিনেমার পর এবার নাকি স্টেজ শো-তে জুটি বাঁধছেন যশরত।
দীর্ঘদিনের জল্পনায় শিলমোহর দিয়ে এবার 'মাচা'-তে একে অপরের আরও কাছাকাছি এলেন যশ-নুসরত। যা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
জোরালো গুঞ্জনকে যে একদমই পাত্তা দিচ্ছেন না, তা চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার নদিয়ার কুলগাছিতে মাচা করেছেন টলি ইন্ডাস্ট্রির দুই তারকা। পছন্দের তারকা জুটিকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
চোখধাঁধানো জমকালো পোশাকের ঝলকানি নয়, বরং সাদামাদা ভাবেই মাচা-তে নজর কেড়েছেন সাংসদ অভিনেত্রী। যশও জিন্স-টি-শার্টেই বাজিমাত করেছেন।
প্রায় ৪ ঘন্টা ধরে নিজেদের ছবির গান-সংলাপে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এই হিট জুটি। এমনকী শেষের দিকে নাকি একসঙ্গে গানের তালে গলাও মিলিয়েছিলেন তারা।
এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন সাইবারবাসী। যশের সঙ্গে ঘনিষ্ঠতাকে 'নোংরামি' বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।
কিছুদিন আগেও দক্ষিণেশ্বর কালীমন্দিরে গিয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং টলি অভিনেতা যশ দাসগুপ্ত। তবে এই দুজন ছাড়াও তাদের সঙ্গী ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
এছাড়াও ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকেই জানা গিয়েছিল, আজমের দরগায় গিয়েছিলেন যশ-নুসরত। এবং সেখানে গিয়ে ঘনিষ্ঠ সেলফিও তুলেছেন এই যুগল।
একের পর এক ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেন আর বেশি করে বিতর্কের শিরোনামে উঠে আসছেন। মৌলবাদীদের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়েই তিনি বেশ খোশমেজাজে রয়েছেন।