- Home
- Entertainment
- Bengali Cinema
- ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়েই জোরকদমে চলছে শ্যুটিং, অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের
৬ মাসের গর্ভের সন্তানকে নিয়েই জোরকদমে চলছে শ্যুটিং, অন্তঃসত্ত্বা নুসরতকে বিশেষ বার্তা যশের
- FB
- TW
- Linkdin
একটু একটু করে গর্ভে বাড়ছে সন্তান। চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের আভা। এবার বেবিবাম্প নিয়ে শ্যুটিং সেটে নুসরত জাহান।
৬ মাসের গর্ভাবস্থার মধ্যেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন নুসরত জাহান। ইতিমধ্যেই নুসরতের শ্যুটের ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।
কখনও গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী।
প্রতিটি বিষয়েই তিনি যে কতটা সাহসী ফের আবারও তা প্রমাণ করে দিলেন সাংসদ অভিনেত্রী। তার সাহসিকতা দেখে সমালোচকদের চোখ কপালে উঠলেও তাকে কুর্নিশ জানায় টলিউড।
বর্তমানে প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন নুসরত। গর্ভের সন্তানকে নিয়েই একের পর এক সাহসী ফোটোশ্যুটে নজর কেড়েছেন টলিপাড়ার সাহসী কন্যা।
নীল রঙের কাফতান ও চুলে ফুল গুঁজেই ইনস্টা-তে নতুন ছবি পোস্ট করেছেন নুসরত। ক্যাপশনে লেখা, 'শ্যুট টাইম ব্লসম অ্যান্ড ব্লুম'।
এবার নেটদুনিয়ার সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহানের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রিউমার্ড প্রেমিক যশ।
নিজের একটি ছবি শেয়ার করে যশ লিখেছেন, 'হোয়েনএভার ইউ স্ট্যান্ড, বি দ্য সোল অফ দ্যাট প্লেস'। কারোর নাম না নিয়ে বিখ্যাত কবি রুমির এই লাইন শেয়ার করেছেন যশ।
অন্যদিকে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত।
তারপর তো রয়েছেই একাধিক সম্পর্ক-লিভ-ইন - বিবাহবিচ্ছেদ-যশের সঙ্গে নয়া সম্পর্ক। আসলে তার জীবনটাই এখন টলিপাড়ার ওপেন সিক্রেট।
প্রায় ৬ মাস ধরে আমরা আলাদা রয়েছেন নিখিল ও নুসরত। নুসরতের গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মানতে নারাজ নিখিল, সেকথা সংবাদমাধ্যমকে সটান জানিয়েও দিয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন।
নিখিলের কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা অনেকেই নুসরতের মা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে। যদি পিতৃপরিচয় নিয়ে মুখে কুলুপ এটেছেন নুসরত।
সূত্র থেকে জানা গেছে আগামী সেপ্টেম্বরেই নাকি আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান। গোটা টলিপাড়া উত্তাল এই খবরে। কবে আসবে সেই দিন, তার অপেক্ষায় দিন গুনছে অনুরাগীরা।