বিয়ের আগেই সুখবর, নতুন সদস্যকে অঙ্কুশ-ঐন্দ্রিলার আহ্বান
- FB
- TW
- Linkdin
ছোটপর্দায় ঐন্দ্রিলার অভিনয় দাপট অন্যদিকে পাওয়ার প্যাকড কমার্শিয়াল ছবির হিরো অঙ্কুশ।
দু'জনেই নিজের ফিল্ডে একেবারেই দাপিয়ে কাজ করে চলেছেন। কেরিয়ার পাকাপোক্ত করেই কি তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা।
সম্প্রতি তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। বিয়ের আগেই সুখবর নিয়ে হাজির হয়েছেন সেলেব জুটি।
দিন কতক আগেই নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।
বাদামী রঙের গাড়িতে বিলাসিতার ছড়াছড়ি। তাঁদের ক্লাসের সঙ্গে একেবারে মানানসই গাড়ি নিয়েছেন।
সেই গাড়িকেই নতুন সদস্য হিসেবে তকমা দিয়েছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। দু'জনেই নিজের প্রোফাইল থেকে পোস্ট করেছেন ছবি।
কালো ফ্লোরাল ড্রেসে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। অন্যদিকে ধূসর রঙের টিশার্টে দাঁড়িয়ে অঙ্কুশ।
এমন রাজকীয় জুটির জন্য রাজকীয় ব্যবস্থা না হলে কি চলে। লম্বা, চাওড়া গাড়ির পাশে পোজ দিয়ে দাঁড়িয়ে দু'জন।