- Home
- Entertainment
- Bengali Cinema
- ক্যামেরার সামনে ঐন্দ্রিলাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হট পোষ্ট, একান্তে প্রেমিকার জন্মদিন পালন অঙ্কুশের
ক্যামেরার সামনে ঐন্দ্রিলাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হট পোষ্ট, একান্তে প্রেমিকার জন্মদিন পালন অঙ্কুশের
অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি এক কথায় বলতে গেলে টলিউডের অন্যতম আকর্ষণ। দুজনেরই ছোটপর্দা থেকে কাজ করা শুরু। কিছুদিনের মধ্যেই বড় পর্দায় নিজের দাপটে জায়গা করে নেন অঙ্কুশ। সদ্য বিগ স্ক্রিনে হাতে খড়ি হয়েছে ঐন্দ্রিলার।
| Published : Mar 31 2021, 07:38 AM IST
- FB
- TW
- Linkdin
এই জুটির এবার নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার পালা। কবে বিয়ের পিঁড়িতে বসতে এই জুটি।
এই নিয়ে ভক্তদের মনে হাজার একটা প্রশ্ন। তারা ইতিমধ্যেই নিয়েছে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি। মুক্তি পেয়েছে এই জুটির প্রথম ছবি।
দেখতে দেখতে 10 বছর সম্পর্ক পার। সব মিলিয়ে একাধিক সেলিব্রেশনে মত এখন ঐন্দ্রিলা অঙ্কুশ।
নিজেদের জুটির প্রথম ছবি, নতুন বাড়ি গাড়ি, 10 বছর পূর্তি,, দোল সেলিব্রেশন, আর ঐন্দ্রিলার জন্মদিন।
একাধিক সেলিব্রেশন কে কেন্দ্র করে এবার মেতে উঠল টলিপাড়ার এই হিট জুটি। পাড়ি দিলেন মলদ্বীপে।
কিছুদিন ধরে সেখান থেকেই হট পোজে নজর কাড়ছে ঐন্দ্রিলা। একের পর এক ছবি শেয়ার করছেন তিনি।
ভালোই কাটছে এই জুটির হলিডে। এরই মাঝে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অঙ্কুশ।
তবে কেবলই টুইটার থেকে, বাকিগুলোতে তিনি রয়েছেন ভক্তদের সঙ্গে। আর সেখানে সকলকে চমকে দিয়ে ঠিক বারোটায় ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অঙ্কুশ।
সমুদ্রসৈকতে প্রেমিকাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানানোর এই পোস্ট এখন নেট দুনিয়ায় ভাইরাল।