'নেচে গেয়ে শ্বশুড়বাড়িতে কতদিন কাটাবে গুনগুন', 'যুক্তিহীন' চিত্রনাট্য নিয়ে সোচ্চার নেটবাসী
First Published Dec 21, 2020, 11:05 PM IST
বাংলা টেলিভিশনে টিআরপি তালিকায় বরাবরের মত 'খড়কুটো' শীর্ষেই থাকে। অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল 'খড়কুটো'। মূল ভূমিকায় রয়েছেন তৃণা সাহা এবং কৌশিক রায়। গুনগুন ও সৌজন্যের খুনসুটি বর্তমানে মনে ধরেছে দর্শকের। তবে সেখানেই রয়ে যাচ্ছে গলদ। একাধিক দর্শকদের কথায়, তৃণা সাহার অভিনয় অত্যন্ত খারাপ। তাঁর অভিনয় দেখলে নাকি গুনগুনের চরিত্রটিকে মানসিক অসুস্থ বলে মনে হয়। 'খড়কুটো' ধারাবাহিকে নেই কোনও যুক্তি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন