- Home
- Entertainment
- Bengali Cinema
- 'নেচে গেয়ে শ্বশুড়বাড়িতে কতদিন কাটাবে গুনগুন', 'যুক্তিহীন' চিত্রনাট্য নিয়ে সোচ্চার নেটবাসী
'নেচে গেয়ে শ্বশুড়বাড়িতে কতদিন কাটাবে গুনগুন', 'যুক্তিহীন' চিত্রনাট্য নিয়ে সোচ্চার নেটবাসী
- FB
- TW
- Linkdin
গুনগুন চরিত্রটি ক্রমশ হয়ে উঠছে অসহ্যকর। ধারাবাহিকের চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলছে দর্শকমহল।
সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছে গুনগুন এবং সৌজন্য।
বিয়ের বিভিন্ন ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুনগুন-সৌজন্যের বিয়ের জন্য ধারাবাহিকটির টিআরপি আরও বৃদ্ধি পেয়েছে।
তবে কিছু সংখ্যক দর্শকরা তৃণার অভিনয় নিয়ে অভিযোগ জানিয়েছিল। এবার কিছু সংখ্যক দর্শক অভিযোগ জানাচ্ছে চিত্রনাট্য নিয়ে।
গুনগুনের এই বাচ্চাদের মত আচরণ আর কতদিন থাকবে। শ্বশুড়বাড়িতে গিয়ে কতদিনই বা সে এই নাচ গান করে কাটাবে।
গুনগুনের এই বাচ্চাদের মত আচরণ আর কতদিন থাকবে। শ্বশুড়বাড়িতে গিয়ে কতদিনই বা সে এই নাচ গান করে কাটাবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রোমো, এছাড়া বিয়ের পর বিশেষ পর্বগুলি দেখার পরই ক্ষোভ উগরে দেয় দর্শকমহল।
গুনগুন চরিত্রটি প্রথমদিকে জনপ্রিয়তা অর্জন করলেও বর্তমানে গুনগুনকে নিয়ে বিরক্তি ক্রমশ বেড়েই যাচ্ছে দর্শকের মধ্যে। যদিও তৃণার ভক্তরা এই অভিযোগে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছে।