- Home
- Entertainment
- Bengali Cinema
- বিয়ের আগেই সহবাস, আদুরে উষ্ণ চুম্বন, প্রি-হানিমুনে মলদ্বীপে রোম্যান্সে মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা
বিয়ের আগেই সহবাস, আদুরে উষ্ণ চুম্বন, প্রি-হানিমুনে মলদ্বীপে রোম্যান্সে মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা
- FB
- TW
- Linkdin
টলিপাড়ায় বিয়ের মরশুম চলছে। সকলের মনের মানুষের সঙ্গে গাটছড়া বাঁধছেন। সেই তালিকায় রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
নতুন বছরে কি তবে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা।
এবার বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গেলেন লাভবার্ডস। নীল জলরাশির মধ্যে প্রেমিকাকে কাছে টেনে ঘনিষ্ঠ আলিঙ্গনে ঝড় তুললেন অঙ্কুশ।
ঐন্দ্রিলাও কম কীসে, জলকেলির মুহূর্তে ব্যাকলেসে শরীরী আগুন ঝরালেন নায়িকা। মুহূর্তের মধ্যে চরম ঘনিষ্ঠ মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
প্রি-হানিমুনে বিচ ডেস্টিনেশন মলদ্বীপে উড়ে গিয়ে রোম্যান্সে মজেছেন টলিপাড়ার এই লাভবার্ডস। অঙ্কুশ-ঐন্দ্রিলা চরম ঘনিষ্ঠতা দেখে চোখ কপালে সাইবারবাসীর।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি। তবে এরকম চমকটা কেউই আন্দাজ করতে পারেনননি।
চোখে সানগ্লাস, পরণে নীল-সাদা টু পার্ট, নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন ঐন্দ্রিলা।
নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে হটকে পোজ দিয়েছেন অঙ্কুশ। ঝড়ের গতিতে ভাইরাল ছবি।
চারিদিকে জল, বিলাসবহুল হোটেল, রাজকীয় অ্যাপায়ন সব ঠিক থাকলেও একগ্লাস লেমোনেট এর দাম ১০০০ টাকা দেখে মা -কে ভীষণ মিস করছেন টলি অভিনেতা অঙ্কুশ। অভিনেতার এই পোস্টে কিপটে বলে মন্তব্য করেছেন শুভশ্রী।
সদ্যই নতুন ফ্ল্যাটে শিফট করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কিছুদিন আগেও নতুন গাড়ি কিনেছেন তারকা জুটি। বিয়ের আগে নিজেদেরকে একেবারে গুছিয়ে নিচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
রিয়েল লাইফ প্রেমিকার সঙ্গে এই প্রথম রূপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ। সময় পেলেই বান্ধবীকে নিয়ে উড়ে যান বিদেশ বিভুঁইয়ে। শুধু তাই নয়, দুজনে কোয়ালিটি টাইম বের করে একান্তে সময় কাটিয়ে নেন।