- Home
- Entertainment
- Bengali Cinema
- নগ্ন হয়ে কিংবা স্তনযুগল ঢেকে, 'TOPLESS' হতে লজ্জা কিসের, বোল্ড ফোটোশ্যুটে সপাট জবাব রাইমার
নগ্ন হয়ে কিংবা স্তনযুগল ঢেকে, 'TOPLESS' হতে লজ্জা কিসের, বোল্ড ফোটোশ্যুটে সপাট জবাব রাইমার
সারা শরীরে নেই এক টুকরো সুতো, শুধুমাত্র স্তনযুগল ঢাকা এক চিলতে কাপড়ে, মুনমুন কন্যা রাইমা সেনের এই ছবি শোরগোল ফেলে দিয়েছিল অন্তর্জালে। রাইমা সেনের এই হট ফোটোশ্যুট যেমন নজর কেড়েছে নেটিজেনদের তেমনই নোংরা অশ্লীল কটাক্ষেরও মুখে পড়েছেন রাইমা। তিনিও চুপ থাকার পাত্রী নন, টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না তা সাফ জানিয়ে দিলেন নেটিজেনদের।
| Published : May 26 2021, 09:21 AM IST
- FB
- TW
- Linkdin
নেটদুনিয়ার হট সেনসেশন বাঙালি কন্যা রাইমার শরীরী উষ্ণতা দেখে যে কেউ যেন ভিরমি খাবে। শরীরী আবেদনে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতেও সিদ্ধহস্ত মুনমুন কন্যা। ফের হট অবতারে সবাইকে চমকে দিলেন বঙ্গতনয়া।
শরীরে নেই এক টুকরো সুতো, শুধুমাত্র স্তনযুগল ঢাকা এক চিলতে কাপড়ে, মুনমুন কন্যা রাইমা সেনের এই ছবি শোরগোল ফেলে দিয়েছিল অন্তর্জালে।
রাইমা সেনের এই হট ফোটোশ্যুট যেমন নজর কেড়েছে নেটিজেনদের তেমনই নোংরা অশ্লীল কটাক্ষেরও মুখে পড়েছেন রাইমা।
নেটিজেনরা অনেকেই বলেছেন, শরীর দেখাতে চাইলে পুরোটাই দেখান। আবার কেউ বলছেন, এরা আর ভাল থাকতে দিল না।
তিনিও চুপ থাকার পাত্রী নন, চর্চিত এই ফোটোশ্যুট নিয়ে মুখ খুললেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তথাগত ঘোষের ক্যামেরায় শরীরী বিহঙ্গে নিজেকে মেলে ধরেছেন রাইমা।
লকডাউনের আগেই বাড়ির ছাদে তোলা এই ফোটোশ্যুট নিয়ে অভিনেত্রী সাফ জানিয়েছেন, এই ছবি নিয়ে আমি খুবই সাবলীল, এগুলো এমন কিছু বোল্ড নয়। আমি একদমই লজ্জা পাবার মেয়ে নই।
এখানেই থামেন নি তিনি, টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না তা সাফ জানিয়ে দিলেন নেটিজেনদের। এবং এর থেকেও আরও বোল্ড ফোটোশ্যুট রয়েছে রাইমার, নিজেই জানিয়েছেন নায়িকা।
লো ওয়েস্ট জিন্স, খোলা পিঠ, বক্ষযুগল ঢাকা এক টুকরো কাপড়ে। শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট রাইমার এই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।
বয়স ৪১ হলেও ছবি দেখে তা বোঝা কঠিন। প্রতিটি ছবিতেই রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন এই বঙ্গতনয়া। খোলা বক্ষই হোক কিংবা ব্যাকলেস সবেতেই নেটদুনিয়ায় কাঁপাচ্ছেন টলিপাড়ার সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন কন্যা রাইমা সেন।
সম্প্রতি আম্যাজন প্রাইমের 'দ্য লাস্ট আওয়ার' -এ দেখা গেছে রাইমা সেনকে। এবং খুব শীঘ্রই অনুষ্কা শর্মা প্রযোজিত 'মাই'-তে অভিনয় করতে দেখা যাবে রাইমাকে।