প্রথমদিনের প্রথম শো-তে রেকর্ড দর্শক, টলিউড সফরে কোয়েলের বাজিমাত
স্টার কিড কোয়েল মল্লিক। তাই পর্দায় পা রাখার সংগ্রাম তাঁর জীবনে নেই বললেই চলে। তবে পর্দার নিজেরে ধরে রাখার পাশাপাশি দর্শকদের চাহিদা মেটানো, জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি পরিবারের প্রতি নজর দেওয়া, সমান তালে সবদিক বজায় রেখেন কোয়েল মল্লিক। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন চোখে বেড়ে ওঠা, এরপর টলিউডের হিট জুটি। এক ঝলকে কোয়েলের সফর।
- FB
- TW
- Linkdin
১৯৮২ সালে ২৮ এপ্রিল কলকাতার ভবানীপুরে মল্লিক বাড়িতে জন্ম হয় কোয়েল মল্লিকের। বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। অভিনয় জগতের সঙ্গে পরিচয় ছোট থেকেই।
কোয়েল মল্লিক মর্ডান হাই স্কুল থেকে স্কুল জীবনের গন্ডি পেরিয়ে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে ফিজিওলজি অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করেন।
২০০৩ সালে মাত্র ২০ বছর বয়সে টলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন কোয়েল। স্টার কিড, তাই পদায় হাতেখড়িতে কোনও সমস্যাই হয়নি বলেই জানিয়েছিলেন কোয়েল।
কোয়েল মল্লিকের প্রথম ছবি ছিল নাটের গুরু। মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। বিপরীতে অভিনয় করেছিলেন জিৎ। এই জুটি পরবর্তীতে টলিউডের বক্সঅফিসে ঝড় তুলেছিল একের পর এক হিট ছবি উপহার দিয়ে।
মোট এগারোটা ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই কোয়েল-জিৎ জুটি। বন্ধন, শুভদৃষ্টি, ১০০ পারসেন্ট লাভ প্রভৃতি ছবি যার মধ্যে অন্যতম।
২০০৪ থেকেই একের পর থেকেই বছরে গড়ে চারটি করে ছবি করতে থাকেন কোয়েল মল্লিক। দেবের সঙ্গে কোয়েলের প্রথম ছবি প্রেমের কাহিনি। এরপর শুরু হয়েছিল নয়া জুটির পথ চলা।
দেব ও কোয়েলের জুটি ছবিও রয়েছে অনেক। যার মধ্যে অন্যতম ছবি বলো না তুমি আমার, পাগলু, মন মানে না. দুই পৃথিবী অন্যতম।
পাগলু ছবিতে কোয়েল দেব-এর জুটি সকলের মন কেড়েছিল। প্রথম দিনে এই ছবি টলিউডে সব থেকে বেশি দর্শক এনেছিল। (২০১২ পর্যন্ত)।
রোম্যান্টি কিংবা পারিবারিক ছবির পাশাপাশি কোয়েল দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ ভিন্নস্বাদের ছবিও। হাইওয়ে, হেমলক সোসাইটি, ছায়া ও ছবি প্রভৃতি।
২০১৩ সালে কোয়েলের সঙ্গে নিসপাল রানের বিয়ে হয়। পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে ছিল সম্পর্ক। হিন্দু ও পাঞ্জাবি মতে তাঁদের বিয়ে হয়।
বিয়ের সাত বছর পর পুত্র সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক। চলতি মাসেই কোয়েল ও নিসপালের পরিবারে আসেনতুন সদস্য।
কোয়েল মল্লিকের হাত ধরেই টলিউডে প্রথম মহিলা গোয়েন্দার প্রবেশ ঘটে। ২০১৯ সালে গোয়েন্দা চরিত্র মিতিন মাসি মুক্তি পায়। মুখ্য ভুমিকাতে ছিলেন কোয়েল মল্লিক।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন কোয়েল। কথা ও কাহিনি শো-এর মধ্যে দিয়ে প্রথম ছোট পর্দায় দেখা যায় কোয়েলকে।
একদিকে পরিবার অন্যদিকে ছবির দুনিয়া, জল্পনাতে কান না দিয়ে দুই জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখথার পাঠ পেয়েছেন অভিনেত্রী বাবার কাছ থেকেই।