- Home
- Entertainment
- Bengali Cinema
- কালো কর্সেটে উঁকি মারছে বক্ষের ট্যাটু, এমন Boss হলে অফিসে ২৪ ঘন্টার উপস্থিতি কর্মীদের
কালো কর্সেটে উঁকি মারছে বক্ষের ট্যাটু, এমন Boss হলে অফিসে ২৪ ঘন্টার উপস্থিতি কর্মীদের
| Published : Nov 13 2020, 09:56 PM IST
কালো কর্সেটে উঁকি মারছে বক্ষের ট্যাটু, এমন Boss হলে অফিসে ২৪ ঘন্টার উপস্থিতি কর্মীদের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
সেমি কর্পোরেট লুকে ধরা দিলেন চান্দ্রেয়ী। সাদা রঙের প্যান্ট, স্যুট। সঙ্গে কালো রঙের পুশ আপ কর্সেট।
28
করসেটেই যেন চুঁইয়ে পড়ছে তাঁর গ্ল্যামার এবং ভরা যৌবন। বয়সের ছাপমাত্র নেই তাঁর চেহেরায়।
38
করসেটেই যেন চুঁইয়ে পড়ছে তাঁর গ্ল্যামার এবং ভরা যৌবন। বয়সের ছাপমাত্র নেই তাঁর চেহেরায়।
48
চান্দ্রেয়ীর এই কর্পোরেট লুকে তাঁকে রীতিমত সিডাক্টিভ লাগছে বলেই দাবি তাঁর ভক্তদের।
58
এখন তিনি এণন কর্পোরেট পশ লুকে বেশ সোশ্যাল মিডিয়ায়। এই পোশাকের মাঝে উঁকি মারছে তাঁর বুকের ট্যাটু।
68
সোফার সামনে শুয়ে, পাশে ফোন, জুতো রেখে পোজ দিয়েছেন চান্দ্রেয়ী। সঙ্গে লাউড মেকআপ।
78
ডার্ক লিপস, স্মোকি আইজে ঘাম ঝড়ালেন একাধিক মানুষের। পুরুষদের পাশাপাশি মেয়েরাও এখন তাঁর জন্য পাগল।
88
দিন কতক আগেই কনের বেশে লেহেঙ্গায় দেখা গিয়েছিল তাঁকে। ভারী পাথরের গয়নায় সেজে উঠে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী।