- Home
- Entertainment
- Bengali Cinema
- চট্টোপাধ্যায় পরিবারের স্বাগত দেবলীনার, মহানায়কের নাতবউ হিসেবে কেমন মানাচ্ছে অভিনেত্রীকে
চট্টোপাধ্যায় পরিবারের স্বাগত দেবলীনার, মহানায়কের নাতবউ হিসেবে কেমন মানাচ্ছে অভিনেত্রীকে
- FB
- TW
- Linkdin
বেগুনি রঙের বেনারসিতে সেজে উঠেছেন দেবলীনা। পাশে গৌরব ও শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে ছবি তুলেছেন তিনি।
সোনার গয়না, খোলা চুল, এক গাল হাসি। তবে নজর কেড়েছে সিঁথির সিঁদুর ও কপালে বড় লাল টিপ।
বধূ বেশে দেবলীনার জুড়ি মেলা ভার। চট্টোপাধ্যায় পরিবার দু'হাত বাড়িয়ে আপন করে নিল দেবলীনাকে।
বিয়ের পর যেন দেবলীনার রূপ ঠিকরে পড়ছে। এই লাবণ্যময়ী রূপে তাঁকে আগে কখনও দেখা যায়নি বলেই দাবি ভক্তদের।
দেবলীনার বিয়ের অ্যালবামে তাঁর রূপের পাশাপাশি নজরে পড়েছে দেবলীনার ওয়েডিং ফ্যাশনও।
ট্রেন্ডের সঙ্গে তালে তাল মিলিয়ে টপ নচ ওয়েডিং ফ্যাশন নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
মেহেন্দির সময় ফুলের গয়না ও লেহেঙ্গার সাজে দেখা গিয়েছিল দেবলীনাকে। তাঁর মেহেন্দির কারুকার্যও ছিল ভিন্ন।
গোটা হাত জুড়ে সে যেন নিত্যনতুন নক্সা। সঙ্গে গৌরবের নামও লেখা কায়দা করে।
গায়ে হলুদের সময়ও অতিরিক্ত মেকআপ কিংবা সাজগোজ নয়, একেবারে সাধারণ হলুদ শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে।
গামছা ফ্যাশনকে মাথায় রেখেও বিয়ের সকালের কাজে সেই গামছা ব্লাউজ ও শাড়িতে সেজে উঠেছিলেন তিনি।