আবারও কি ফিরবে সিনেমাহলে দর্শক, বলি না টলি, ভবিষ্যত কোথায়, ২০২০ নিয়ে আড্ডায় অকপট ঋতাভরী
First Published Dec 15, 2020, 1:21 PM IST
ওগো বধূ সুন্দরী থেকে পথ চলা শুরু, এরপর আর ফিরে তাকাতে হয়নি, বলি-টলি ব্যালন্স করেই বিনোদন জগতে ঝড় তুলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কখনও শর্ট ফিল্ম কখনও অ্যালবাম, কখনও বাংলার চিত্রনাট্য নির্ভর সপাট গল্প কখনও আবার বাণিজ্যিক ছবিতে স্টানিং উপস্থাপনা। কেরিয়ারের ঠিক এই পিকেই হাজির বিশে বিষ বছর। বিনোদন জগত নিয়ে অকপট বং ডিভা...

ঋতাভরীঃ প্রতিবারের মতই স্ট্রং উত্তর ও উজ্জ্বল হাসি, ভালোই আছি।

ঋতাভরীঃ নিঃসন্দেহে এই বছরটা একটা বড় ধ্বস। তবে নিশ্চই মানুষ ফিরবেন প্রেক্ষাগৃহে। তবে দর্শক অনেকটাই এখন ডিজিটালমুখী, তবে তা কতটা প্রভাব ফেলবে বোঝা যাবে আগামী বছরেই। যখন ভ্যাকসিন বেরিয়ে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে। ব্রহ্মা জানেন ছবিটি মুক্তি পাওয়ার দুসপ্তাহের মধ্যেই সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। ছবিটা ভিষণ ভালো চলছিল, চিত্রনাট্য নির্ভর খুব জোরালো একটা ছবি, বক্স অফিস হিট দিয়েও বেশিদিন চলতে পারল না।
শুধু তাই নয়, এবছর সব বড় ছবিই মুক্তি পেয়েছে ডিজিটালে। টিকি টাকাও মুক্তি পেল ডিজিটালে, আমরা ওটাকে প্রেক্ষাগৃহে মুক্তি করাতে পারলাম না। তবে আমার বিশ্বাস মানুষ প্রেক্ষাগৃহে ফিরবেই। কারণ আমাদের দেশে বিনোদনের বিশাল কিছু নেই, যদি এটা বিদেশ হত আমি অন্যরকম ভাবে ভাবতাম, অনেক কিছু করার থাকে।
তবে আমাদের হচ্ছে উৎসব, খাওয়া-দাওয়া-শপিং আর সিনেমা দেখা- এই সম্বল। তাই সিনেমাহল মানুষের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মানুষ যখন সুরক্ষিত অনুভব করবে, আবার তাঁরা প্রেক্ষাগৃহে ফিরবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন