- Home
- Entertainment
- Bengali Cinema
- মিমির সঙ্গে কি গোপনে দুবাই গিয়েছেন যশ, পোস্ট জুড়ে রহস্যের গন্ধ, জল্পনা তুঙ্গে
মিমির সঙ্গে কি গোপনে দুবাই গিয়েছেন যশ, পোস্ট জুড়ে রহস্যের গন্ধ, জল্পনা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
মিমির সম্প্রতি দুবাইয়ের নামকরা ডেসার্ট সাফারিতে গিয়েছিলেন। সেখানেই শ্যুট করেছেন একটি ভিডিও।
হলুদ রঙের ফ্রিঞ্জড ড্রেস সঙ্গে সাদা শার্ট, হালকা চুলের কার্লস চোখে রোদচশমায় হাজির হয়েছেন মিমি।
ভিডিও দেখে তাঁর গ্ল্যামারেই নাজেহাল নেটবাসী। তবে মিমির পোস্ট থেকে যশের পোস্টে চোখ সরতেই রহস্যের গন্ধ পেল ভক্তরা।
এমনই এক মুরভূমিতে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন যশ। যেখানে তিনি সেই জায়গার বিষয় খোলসা করে কিছু লেখেননি।
মিমির সেই ভিডিওতে এক ভক্ত কমেন্ট করেছে, "কী ব্যাপার বলো তো। তুমি আর যশ দা একই রকমের পোস্ট করছো।"
এই মন্তব্যটি বারে বারে নজরে পড়ছে সাইবারবাসীর। তবে কি মিমির সঙ্গো যশও গোপনে গিয়েছেন দুবাই।
এমনটা একেবারেই নয়। যশ দেশের মধ্যে কোনও এক জায়গায় রোডট্রিপে গিয়েছেন। সেই ছবিও তিনি পোস্ট করেছেন।
হাইওয়ের মাঝেই তোলা সেই ছবি, যার ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, রোডট্রিপ।