পঞ্চমী থেকে নবমী, পুজোর আগেই মধুমিতার HOT ফ্যাশন ফিয়েস্তা
- FB
- TW
- Linkdin
এবারে পুজোয় পোশাক ও অ্যাকসেসারিজের মধ্যে জুড়েছে মাস্ক। মাস্ক ছাড়া এবারে পুজোর একদিনও বাইরে বেরনো চলবে না।
তাই মধুমিতার মত মিনিমাল মেকআপেই সেজে ওঠা হল পুজোর ইউএসপি। অতিরিক্ত মেকআপ মানেই সময় ও এনার্জি নষ্ট।
মধুমিতার নো মেকআপ লুক নেটদুনিয়ায় রীতিমত সারা ফেলেছে, তাঁরই মত নো মেকআপ লুকে বাজিমাত করুন এবার আপনিও।
মধুমিতার ফ্যাশনেও রয়েছে পুজোর প্রত্যেকদিনের জন্য আদর্শ উদাহরণ।
পঞ্চমীতে মধুমিতার গোলাপি ফ্লোরাল ড্রেসের সঙ্গে শুরু করতে পারেন পুজো। যেখানে মেকআপের তেমন কোনও প্রয়োজনই নেই।
ষষ্ঠীতে সাদা ক্রপ টপ এবং সাদা প্যান্টের সঙ্গে প্রিন্টেড জ্যাকেটই হল পারফেক্ট সাজ। ব্লাশ মেকআপের সঙ্গে শেষ করুন ষষ্ঠীর লুক।
সপ্তমীতে হট প্যান্ট এবং হালকা টিশার্ট অত্যন্ত কমফার্টেবল। গরম যদি বাড়তে থাকে, তার জন্য এই পোশাক একেবারে আদর্শ।
অষ্টমীর দিন সকালে অঞ্জলিতে হলুদ রঙের শাড়ি ভারী গয়নার সঙ্গে যথেষ্ট। অন্যদিকে সেদিন রাতে নীল রঙের শাড়ি হল পারফেক্ট।
নবমীতে হালকা নীল রঙের স্পেগেটি ক্রপ টপ এবং একই রঙের লং ফ্লাফি স্কার্টে সেজে উঠুন। ম্যাট মেকআপ এই লুকের জন্য আদর্শ।