- Home
- Entertainment
- Bengali Cinema
- ছোটপর্দার ভ্যাম্প থেকে নেটদুনিয়ার ইনফ্লুয়েন্সার, অ্যাবসের ছবি পোস্টে ভাইরাল শ্রাবন্তী
ছোটপর্দার ভ্যাম্প থেকে নেটদুনিয়ার ইনফ্লুয়েন্সার, অ্যাবসের ছবি পোস্টে ভাইরাল শ্রাবন্তী
- FB
- TW
- Linkdin
এখন শ্রাবন্তী একজন ইনফ্লুয়েন্সার। এই শব্দটি ইনস্টাগ্রাম ইউজারদের কাছে বেশ পরিচিত।
বাংলা ধারাবাহিকের দর্শকের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও নিজের একটা পরিচয় গড়ে তুলেছেন শ্রাবন্তী।
ঘুরতে ভালবাসেন অভিনেত্রী, তবে তার থেকেও বেশি ভালবাসেন নিজের ফিটনেসের খেয়াল রাখতে।
তা এই ভালবাসাটা কতখানি সেটা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেই বোঝা যায়।
টেলিজগতে ফিটনেস নিয়ে এতটা সজাগ সচরাচর কেউ হন না। শ্রাবন্তী ব্যতিক্রম।
এমনকি জিম লুক, যা বলিউডে বেশ ভাইরাল, তা শ্রাবন্তী এবার বাংলায় জনপ্রিয় করে তুলেছেন।
নিজের অ্যাবস ফ্লন্ট করে প্রায়ই ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলি দেখে চোখ কপালে সাইবারবাসীর।
এমন ফিটনেস ফ্রিকও কেউ হতে পারে বাংলায়, তা জানা ছিল না বহু নেটিজেনের।
এখন শ্রাবন্তীর থেকে টিপস নেওয়া, তাঁর ওয়ার্ক রুটিন ফলো করার চেষ্টাও চলছে।
নিজেকে ভেঙে গড়ে অলস বাঙালির ট্যাগটা একেবারে সরিয়ে দিয়েছেন।