পুজোয় আসছে 'SOS কলকাতা', মুক্তির আগেই ভিন্ন ঝলক নিয়ে যশ-নুসরত-মিমি
যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের 'এসওএস কলকাতা'র টিজার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনেতা এবং অভিনেত্রীর ভক্তরা ছবিটি নিয়ে বেশ উৎসাহী। লকডাউনের মাঝে সমস্ত নিয়ামবলী মেনেই চলেছিল শ্যুটিং। সেটে কলাকুশলী ছিল কম। সেট থেকে নানা ছবি ভিডি দ্রুতগতিতে ভাইরাল হয়ে চলেছিল নেটদুনিয়ায়। মিমি চক্রবর্তী এই ছবিতে থাকছেন ক্যামিও চরিত্রে।

নুসরত জাহান, যশ দাশগুপ্ত এবং মিমি এই প্রথম একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন।
করোনা আতঙ্কে কাটছে তিলোত্তমার দিনরাত। এরই মধ্যে বন্ধ ছিল বিনোদন জগতের সমস্ত শ্যুটিং এবং কাজ।
সম্প্রতি নানা সতর্কতা মাথায় রেখেই শুরু হয়েছে ছবি ও সিরিয়ালের শ্যুটিং। পুজোর আগে খোলা হচ্ছে সিনেমা হলও।
তার আগেই প্রকাশ্যে এল ছবির অসংখ্য ঝলক। যেখানে ছবির প্রযোজক এনা সাহার কিছু ছবিও রয়েছে।
এছাড়া রয়েছে নুসরত এবং যশের ইনটেন্স মুহূর্তের ছবি। বিহাইন্ড দ্য সিনসের ঝলকও এসেছে প্রকাশ্যে।
করোনার প্রকোপে যে বাংলা ছবির শ্যুটিং পর্থম শুরু হয় তা হল এসওএস কলকাতা। পরিচালনায় রয়েছেন অংশুমান প্রত্যূষ।
ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান। ছবির চিত্রনাট্য অনুযায়ী, এই রোমাঞ্চকর গল্পটি বোনা হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে।
পুজোতেই মুক্তি পেতে চলেছে এসওএস কলকাতা। এতদিন কোনও বিগ বাজেট ছবির ঘোষণা না পেয়ে যেন মর্চে ধরেছিল সিনেপ্রেমীদের মনে।
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁরা। ওটিটি মুক্তি নয়, প্রেক্ষাগৃহে গিয়েই টলিউডের ছবি দেখতে চেয়েছিল ভক্তরা।
অবশেষে ইচ্ছাপূরণ হল সিনেপ্রেমীদের। এ বছর পুজোর জন্য অধীর আগ্রহে বসে তারা। ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে চলেছে ভক্তরা।