- Home
- Entertainment
- Bengali Cinema
- নুসরতকে ভুলে আরও এক বঙ্গলালনার সঙ্গে নিখিল, যশের মতই মাঝে ঢুকলেন এই বাঙালি অভিনেত্রী
নুসরতকে ভুলে আরও এক বঙ্গলালনার সঙ্গে নিখিল, যশের মতই মাঝে ঢুকলেন এই বাঙালি অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
রাগ, দুঃখ, সব চেপেই নিজেদের জীবনে ভিন্নভাবে এগিয়ে চলেছেন তাঁরা। জানা যাচ্ছে, 'SOS কলকাতা'র শ্যুটিং চলাকালীনই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাডডতে থাকে।
সেই বিষয় টের পেতে নিখিলের বেশি সময় লাগেনি। তারপর থেকেই নুসরত এবং নিখিল আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
এসবের মাঝে যশ নিজেকে একেবারেই জড়াতে চাইছেন না। যার জেরে কোনও বিষয় নিয়েই মুখ খুলতে রাজি নন তিনি।
নুসরত এবং নিখিল সাক্ষাৎকারে নানা কথা বললেও যশ আপাতত নীরবতা মেনটেন করে চলেছেন।
অন্যদিকে নিখিলের জীবনেও সম্ভবত নতুন মহিলার প্রবেশ। আরও এক বাঙালি অভিনেত্রীর সঙ্গেই বাড়ছে নিখিলের বন্ধুত্ব।
তিনি আর কেউ নন, হিন্দি বিনোদন জগতে দাপটের সঙ্গে কাজ করে যাওয়া ত্রিধা চোধুরি।
নিখিলের সদ্য পোস্ট করা ছবিতে ত্রিধার মন্তব্য দেখে নেটিজেনদের ভ্রু গিয়েছে কুঁচকে।
হঠাৎ ত্রিধার মন্তব্য কেন নিখিলের পোস্টে। আগে তাঁদের একসঙ্গে কোনও ছবি পোস্ট করতেও দেখা যায়নি।
অন্যদিকে ত্রিধার পোস্ট করে একটি ভিডিওতে তিনি জামা ইস্তিরি করছেন। তার ক্যাপশনে লিখেছেন, "গৃহবধূ হওয়ার প্রস্তুতি।"
তবে কি ত্রিধার সঙ্গেই নিখিলের ঘনিষ্ঠতা বাড়ছে। নুসরতের সঙ্গে দূরত্ব বাড়তেই কি ত্রিধার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল নিখিলের। প্রশ্ন উঠছে সাইবারমহলে।