বাঙালি নন জয়া আদপে 'বোহো', সোশ্যাল মিডিয়ায় এভাবেই ফাঁস হল তথ্য
জয়া এহসানের নতুন রূপে মুগ্ধ নেটবাসী। হঠাৎ এই ট্রান্সফরমেশন চোখ ঘুরল ভক্তদের। এক্সেনট্রিক ফ্যাশনে চোখ ঘোরালেন বাংলাদেশি সুন্দরী। অবশ্য তাঁকে কেবল বাংলাদেশি সুন্দরী বললে ভুল হবে। এখন তিনি এপার বাংলার পুরুষদের মনের মণিকোঠায় রয়েছেন। নিত্যদিন জয়ার যেন নতুন ট্রান্সফরমেশন। কখনও ওয়েস্টার্ন লুকে তো কখনও ভারতীয় নারীর বেজে সেজে ওঠেন। আর তাতেই বাজিমাত করে চলেছেন বাংলাদেশি সুন্দরী জয়া এহসান।
| Published : Oct 19 2020, 02:40 PM IST
- FB
- TW
- Linkdin
জয়া যে এমন এক্সেনট্রিক ফ্যাশনেও ধরা দিতে পারেন তার কোনও ভ্রুক্ষেপই একেবারেই ছিল না ভক্তমহলের।
এবারে ধরা দিলেন বোহো লুকে। বেনি করা চুলে রয়েছে টাইট হাই বান। সঙ্গে ভারী পুথির গয়না।
ন্যুড মেকআপ, বোল্ড আইব্রাওজে নতুন প্রজন্মের নায়িকাদের মাত দিলেন জয়া। সঙ্গে রয়েছে ফ্লোরাল পোশাকও।
বোহো লুকে জয়া যেন মোহময়ী। কখনও বোল্ড অবতারে, তো কখনও গার্ল নেক্সট ডোরের অবতারে, সবেতেই সাবলিল তিনি।
গোলাপী রঙের শর্ট ড্রেস, সঙ্গে অ্যানিমাল প্রিন্টের জ্যাকেট এবং কম্পিলট মেসি হেয়ার লুকে ধরা দিয়ে কখনও অচেনা হয়ে ওঠেন জয়া।
এমনকি চুলে ফ্রন্ট ব্যাংস নিয়ে একেবারে বারবি ডলের সাজে দেখা গিয়েছিল তাঁকে। গলায় ছিল ভারি স্টেটমেন্ট নেকপিস।
হটনেসেও তিনি মাত দিচ্ছেন তাবড় তাবড় অভিনেত্রীদের। সাদা পোশাক চিরকালের 'গো টু' পোশাকের মধ্যে শীর্ষে।
সেই সাদা শার্টেই নিজেকে মেলে ধরলেন জয়া। মেসি হেয়ার, হালকা মেকআপ এবং কিলার চাউনি।