- Home
- Entertainment
- Bengali Cinema
- বড়দিনে জয়া যেন 'লাল পরী', শুভেচ্ছা জানাতেই অনুরাগীদের ভিড় বাংলাদেশি সুন্দরীর প্রোফাইলে
বড়দিনে জয়া যেন 'লাল পরী', শুভেচ্ছা জানাতেই অনুরাগীদের ভিড় বাংলাদেশি সুন্দরীর প্রোফাইলে
- FB
- TW
- Linkdin
এখন যদিও তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের বিষয় জানতে বেশি খাটাখাটনি করতে হয় না।
শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই উঁকি দিলেই পাওয়া যায় সেই খোঁজ। জয়া এহসানের প্রোফাইলে নজর যেতেই ধরা পড়ল লাল পরীর।
বাকিদের মত জয়াও বেছে নিয়েছেন লাল রঙ। বড়দিনে লাল রঙ বেছে নেওয়াটাই স্বাভাবিক।
তবে জয়ার সাজে রয়েছে ইউনিকনেস। অতিরিক্ত মেকআপ নয়, একেবারে সাদামাটা ভাবে ধরা দিলেন তিনি।
ন্যুড মেকআপ সঙ্গে একজোড়া দুল। খোলা চুলেই মাত দিয়েছেন একের পর এক নায়িকাদের।
লাল পোশাকে বরাবরের মত জয়ার বয়স যেন আরও কম মনে হচ্ছে। বেল্ট দেওয়া ড্রেস পরে দেখা গেল তাঁকে।
একাধিক ছবি পোস্ট করে জয়া সকল ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, "বড়দিনের শুভেচ্ছা কেবল একদিনের জন্য নয়। প্রতিদিন ভাল কাটুক সকলের।"
জয়ার রূপে মুগ্ধ হয়ে তাঁকে ক্রিসমাসে শুভেচ্ছা জানাতে প্রায় ভুলেই গিয়েছিল অনুরাগীরা। তাঁর রূপ এবং চিরযৌবনের প্রশংসাই হয়ে চলেছে বড়দিনেও।