- Home
- Entertainment
- Bengali Cinema
- 'রাশি' ধারাবাহিকের খলনায়িকার হটনেসে কুপোকাত ভক্তমহল, রইল জুহির সিজলিং অ্যালবাম
'রাশি' ধারাবাহিকের খলনায়িকার হটনেসে কুপোকাত ভক্তমহল, রইল জুহির সিজলিং অ্যালবাম
বাংলা ধারাবাহিক 'রাশি'-তে রীটার চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন জুহি সেনগুপ্ত। ভক্তদের কাছে সেরা খলনায়িকার তকমাও পেয়েছিলেন তিনি। 'রাশি' ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন গীতশ্রী রায়। তাঁর জনপ্রিয়তার কাছে জুহির জনপ্রিয়তা কোনও অংশে কম ছিল না। ছিল বললে ভুল হবে। ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে জুহির। জনপ্রিয়তার ক্ষেত্রে তাঁকে মাত দেওয়া সহজ নয়, কারণ তাঁর ফ্যাশন। ইনস্টাগ্রামে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে বেশ অ্যাক্টিভ জুহি। সেখানেই নিত্যদিন নানা পোস্ট করতে থাকেন অভিনেত্রী।

সম্প্রতি তাঁর শার্ট পরা ছবিতে চোখ কপালে উঠেছে ভক্তদের। পরণে কেবল একটি সাদা শার্ট।
সেই পোশাকেই হট পোজে ক্যামেরার সামনে পোজ দিলেন জুহি। প্রতিটি ছবি শুয়ে থাকা অবস্থায় তোলা হয়।
যা রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। কখনও শার্ট পরে তো কখনও এথনিক পোশাকে।
বিভিন্ন অবতারেই নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরেন জুহি। প্রতিটি পোশাকেই বেশ সাবললি তিনি।
তবে তাঁর এই শার্ট পরা ছবিতে লাইকের বন্যা এবং ভক্তদের প্রশংসার যেন কোনও অন্ত নেই।
আট বছর আগের শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জুহি। দু'বছরের প্রেমের পরই চটজলদি বিয়ের সিদ্ধান্ত।
বিয়ের পরই বিনোদন জগৎ থেকে খনিকের জন্য বিরতি নিয়ে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে বহু বছর থাকার পরই জুহির মধ্যে এক অদ্ভুত ট্রান্সফরমেশন এসেছে।
যা হার মানাতে পারে বলিউডের নায়িকাদেরও। এমনই মানেন জুহির ভক্তরা। তাঁর ইনস্টাগ্রামের নোটিফিকেশনে ফলো রিক্যোস্টে বৃদ্ধি পাছে দিনে দিনে।