বিকিনি টপে অদ্রিজা, ওয়েট শার্টে ক্রুশাল, সেলেব জুটির Hot গোয়া ট্রিপ
- FB
- TW
- Linkdin
সেখানে ক্রুশাল এবং অদ্রিজাই বা কেন বাদ যাবেন। তাঁরাও রওনা হয়েছিলেন গোয়ার পথে।
দেশের অন্যতম সুন্দর সমুদ্রসৈকতের জায়গা হল গোয়া। ইয়ং ক্রাউডই সেখানে বেশি। তবে ভ্রমণেও রয়েছে রহস্যের ছোঁয়া।
হাশ হাশ কাপল বলতে যারা নিজেদের সম্পর্কের বিষয় কোনও মন্তব্য করেন না। তবে তাঁদের সম্পর্ক নিয়ে নানা চর্চা বিনোদন মহলে।
সেলেব জুটি ক্রুশাল এভং অদ্রিজা একইসঙ্গে গিয়েছিলেন গোয়ায়। তবে ছবি পোস্ট করেছেন একেবারে আলাদা আলাদা।
অর্থাৎ একে অপরের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি তাঁরা। কখনও ভেজা শার্টে নেটদুনিয়া কাঁপাচ্ছেন ক্রুশাল।
অন্যদিকে বিকিনি টপে টোনড ব্যাক ফ্লন্ট করছেন অদ্রিজা। তাঁদের হট অবতারে চোখ কপালে উঠেছে ভক্তদের।
সম্পর্কের বিষয় খোলাখুলি আলোচনা না করা পর্যন্ত তাঁদের গোয়ার একই ফ্রেমে দেখার ভাগ্য খুব শীঘ্রই হচ্ছে না অনুরাগীদের।
গোয়ার তাপমাত্রা রীতিমত চড়িয়েছেন দুই অভিনেতা-অভিনেত্রী। ক্রুশাল এবং অদ্রিজা যে মেড ফর ইচ আদার তা আর বুঝতে বাকি নেই।
পাশাপাশি ফ্যাশন গোলসও টপ নচ তাঁদের। একদিকে ভেজা শার্ট, কেপরিতে দেখা গিয়েছে ক্রুশালকে।
অন্যদিকে শর্ট ড্রেস, স্কার্ট, বিচওয়্যারে সমুদ্রসৈকতে নৌকার উপর কখনও পাঁচিলে দাঁড়িয়ে বিভিন্ন ছবি পোস্ট করেছেন অদ্রিজা।