- Home
- Entertainment
- Bengali Cinema
- বিয়ের আসরে শ্রেষ্ঠাকে ছেড়ে মোহরের কাছে কি যেতে পারবে শঙ্খ, মধুরিমার HOTNESS বলছে অন্য কথা
বিয়ের আসরে শ্রেষ্ঠাকে ছেড়ে মোহরের কাছে কি যেতে পারবে শঙ্খ, মধুরিমার HOTNESS বলছে অন্য কথা
- FB
- TW
- Linkdin
ওয়েস্টার্ন পোশাকে মধুরিমার রূপ যেন একেবারে ভিন্ন। মোহর ধারাবাহিকের নায়িকা সোনামণিকে ভালই টেক্কা দিচ্ছেন তিনি।
শ্রেষ্ঠাকে এক কথায় পার্টি অ্যানিমাল বলা চলে। নানা ধরণের পাব, ক্লাবে তাঁকে বিভিন্ন ধরণের পোশাকে দেখা যায়।
কখনও কালো লেসের পোশাকে আবার কখনও স্কার্ট টপে। মধুরিমার দিক থেকে চোখ ফেরানো এক কথায় অসম্ভব।
তাহলে শঙ্খ কি পারবে শ্রেষ্ঠার দিক থেকে মুখ ঘুরিয়ে মোহরের দিকে ফিরে তাকাতে। এমনই আলোচনা মজার ছলে করে চলেছে নেটিজেনরা।
গত দুই সপ্তাহ ধরে মোহর ধারাবাহিকটি নিয়ে মাতামাতির অন্ত নেই। এবার সেই ধারাবাহিক মোড় ঘুরতে চলেছে।
দর্শকদের মধ্যে ফের বাড়তে চলেছে উত্তেজনা। এতদিন শঙ্খ এবং মোহরের দূরত্ব নিয়ে চিন্তিত ছিল দর্শকমহল। এমনকি সাংঘাতিক ক্ষোভও উগরে দিয়েছিল তারা।
এবার সেই রাগ ভাঙবে বলেই মনে করছে সকলে। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে মোহর, শঙ্খকে তাঁর ঝ্যাঠামশাইকে দেওয়া কথার বিশয় জানিয়ে দেয়।
শঙ্খর জীবন থেকে চিরতরে দূরে সরে যাওয়া কথা ঝ্যাঠামশাইকে দিয়েছিল মোহর। এই কথা জানার পর বদলে গিয়েছে শঙ্খর আচরণ।
সম্প্রতি মুক্তি হওয়া সিরিয়ালের প্রোমো নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। যেখানে জেঠুর কথায় হ্যাঁ-তে হ্যাঁ মেলাচ্ছে শঙ্খ।
পাশাপাশি মুচকি হাঁসছেও সে। এই দেখেই দর্শকমহলের সন্দেহ বিয়ের আসরেই হয়তো চুপিচুপি কনে বদল করে মোহরকে নিয়ে আসার প্ল্যান করছে শঙ্খ।