- Home
- Entertainment
- Bengali Cinema
- Bong Crush মধুমিতা, কালো নেটের শাড়ি থেকে ক্রপ টপ, কোমর থেকে ঝড়ছে যৌনতা
Bong Crush মধুমিতা, কালো নেটের শাড়ি থেকে ক্রপ টপ, কোমর থেকে ঝড়ছে যৌনতা
- FB
- TW
- Linkdin
এবার তাঁর ইনস্টাগ্রাম রিল নিয়ে বিনোদনপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর শোরগোল। যদিও রিলে শোরগোল পরার মত বলতে মধুমিতার নিখুঁত সৌন্দর্য।
বোট রাইড করছেন তিনি। জলের মাঝে বোটরাইড করতেই করতেই ভিডিও করেছেন তিনি।
ইনস্টাগ্রাম রিল ভিডিওতে ক্যাটরিনা কাইফের গানে বলিউড ভআইবস নিয়ে মেতে উঠেছেন মধুমিতা। 'সৌ আসমানো কো' গানের সঙ্গে এই ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানিয়েছেন তিনি।
সঙ্গে তাঁর দুষ্টু মিষ্টি এক্সপ্রেশন। আর তাতেই ক্রমশ ক্রাশ খেয়ে চলেছে আট থেকে আশি।
তবে ভক্তগণের প্রশ্ন অভিনেত্রীর জীবনে কি ফের প্রেম দেখা দিয়েছে কি না। কারণ তারা মানতে নারাজ যে তাঁর মত সুন্দর অভিনেত্রী আজও সিঙ্গেল।
একাধিক প্রস্তাব নিশ্চই আসে তাঁর জীবনে। তবে সবাইকেই কি খালি হাত, ফাঁকা মন নিয়ে ফিরে যেতে হয়। মধুমিতা কথা অনুযায়ী, তিনি এখন নিজের কেরিয়ারকেই ডেট করছেন।
এতদিন বাংলা টেলিভিশনে কাজ করেছেন। ছোটপর্দায় কাজ করার অভিজ্ঞতা একেবারেই আলাদা ছিল।
বড়পর্দায় কাজ করার অভিজ্ঞতাও ভিন্ন। তাই এখন ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জীবনেই মন দেওয়া তাঁর কাছে বেশি জরুরি।