শহর ছেড়ে দিল্লিতে মিমির, পা রাখতেই মন মেজাজ খারাপ সাংসদ-অভিনেত্রীর
- FB
- TW
- Linkdin
দিল্লিতে পৌঁছনোর বিভিন্ন ছবি তিনি পোস্ট করেছেন। কখনও এক জায়গায় বসে রয়েছেন তিনি।
নামি ব্র্যান্ড কোকো শ্যনেলের হ্যান্ডব্যাগ ক্যামেরার ফোকাসে রেখে পায়ের উপর পা তোলার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
অন্যদিকে একটি রঙবেঙরের ছোট টেডি হাতে নিয়ে লিখেছেন, 'রিইউনাইটেড'। যার অর্থ পুনর্মিলন।
তবে কি দিল্লিতে গিয়েই এই মেয়েবেলার ভাললাগাকে খুঁজে পেলেন মিমি। ভাল মেজাজে থাকতে থাকতেই হঠাৎ মন খারাপ মিমির।
রাতের অন্ধকারে একটি হনুমানকে দেখেই মন খারাপ হল অভিনেত্রীর। রাত প্রায় ১১টা।
বাইরে ১৩ ডিগ্রি। কনকনে ঠান্ডায় সেই হনুমানটি বাইরে বসে কাঁপছে। উষ্ণতার জন্য একটি লাইট বাল্বের সঙ্গে ঘেষে বসে সে।
এমনই জমে গিয়েছে সে যে লাইটের স্পর্ষে তাকে ঠান্ডা থেকে বাঁচতে হচ্ছে। এই ভিডিওটি নিজের স্টোরিতে শেয়ার করেছেন মিমি।
যেখানে তাঁর গলা শুনেই বোঝা যাচ্ছে, অ্যানিমাল লাভার অর্থাৎ পশুপ্রেমী মিমির হনুমানটির এই কষ্ট সহ্য হচ্ছে না। তাঁর পক্ষে কিছু করা সম্ভব হলে তিনি নিশ্চই করতেন।