- Home
- Entertainment
- Bengali Cinema
- রবিবারের অবসর সময় কার সঙ্গে আদুরে ভালবাসায় মত্ত মিমি, চুম্বনে ভরিয়ে দিলেন তাকে
রবিবারের অবসর সময় কার সঙ্গে আদুরে ভালবাসায় মত্ত মিমি, চুম্বনে ভরিয়ে দিলেন তাকে
| Published : Feb 07 2021, 08:30 PM IST
রবিবারের অবসর সময় কার সঙ্গে আদুরে ভালবাসায় মত্ত মিমি, চুম্বনে ভরিয়ে দিলেন তাকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
তাঁর জীবনের প্রধান দুই অংশ হল চিকু এবং ম্যাক্স। মিমির অবসর সময় কাটে এই দুই পোষ্যকে নিয়ে।
28
পোষ্য বললে অবশ্য ভুল হবে। চিকু ও ম্যাক্স মিমির কাছে দুই ছেলের মত। মিমি তাদের ছেলের মতই মানেন।
38
রবিবার সকাল মানেই অবসর সময়। সেই সময়টুকু ছেলেদের আদরে ভরিয়ে দিলেন মিমি।
48
ম্যাক্সকে কোলে নিয়ে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন মিমি। অন্যদিকে ম্যাক্সও মায়ের আদরে একেবারে গদগদ।
58
চিকু এবং ম্যাক্স নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। তাদের একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে।
68
যার ফলোয়ার সংখ্যা ১২.৪ হাজার। এক একটি পোস্টে লাইকের বন্যা বয়ে যায়।
78
সূত্রের খবর, মিমিই সাধারণত এই পেজটি হ্যান্ডেল করেন। মিমির সঙ্গে বিভিন্ন ভিডিও শেয়ার হয় সেই পেজে।
88
চিকু ও ম্যাক্সের ক্যানডিড ছবি ও ভিডিও সেখানে শেয়ার করা হয়। হ্যান্ডেলের নাম চিকুম্যাক্স অ্যান্ড মমি।