- Home
- Entertainment
- Bengali Cinema
- উন্মুক্ত উরু,পরণে নেই প্যান্ট, সাদা শার্টে উঁকি দিচ্ছে 'অন্তর্বাস', বই পড়তে গিয়েও Trolled নুসরত
উন্মুক্ত উরু,পরণে নেই প্যান্ট, সাদা শার্টে উঁকি দিচ্ছে 'অন্তর্বাস', বই পড়তে গিয়েও Trolled নুসরত
- FB
- TW
- Linkdin
রবিবারটা একটু নিজের মতোন করেই কাটাতে চেয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।কোভিডের কারণে জমায়েত খানিক বন্ধ হওয়ায় নিজের জন্য একটু সময়ও পেয়েছেন । রবিবারে সময় কাটাতে বই পড়তেই ব্যস্ত নায়িকা।
অনাবৃত উরু-লো নেক শর্ট ড্রেস এটাই যেন ফ্যাশন স্টেটমেন্ট সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। বিতর্ক যখন তুঙ্গে, তখনই যেন বেশি করে হট অ্যান্ড সেক্সি অবতারে নিজেকে মেলে ধরেছেন নুসরত।
নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করতেই যে এই পরিস্থিতি হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি নুসরত জাহান।
প্যান্ট ছাড়াই উরু দেখিয়ে শুধু শার্ট পরে বইয়ের পাতায় মুখ গুজেছেন নুসরত জাহান। নিজের সানডে ভাইব ভক্তদের সঙ্গে শেয়ার করতেই বিতর্ক তুঙ্গে।
নো মেকআপ লুক, খোলা চুল, চোখে কালো মোটা ফ্রেমের চশমাতেই লাস্যময়ী নুসরত। সাদা শার্টের ফাকে স্পষ্ট কালো অন্তর্বাস। হাতে আবার নেল আর্ট। ক্যাজুয়াল লুকেই হট অ্যান্ড সেক্সি সাংসদ অভিনেত্রী।
নিজের আগোছালো মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নুসরত লেখেন- হোয়াটস ইওর সানডে ভাইব? সেই থেকেই শুরু হয় নেটিজেনদের কটুক্তি।
অভিনেত্রীর সাহসী লুকেই ক্লিন বোল্ড হয়েছেন নেটিজেনরা, পাশাপাশি করোনা পরিস্থিতিতে সাংসদ অভিনেত্রীর এই ছবি দেখে ফুঁসে উঠেছেন সাইবারবাসী।
সারা দেশে নেই অক্সিজেন, পর্যাপ্ত রক্তের যোগান নেই, বাড়ছে মৃত্যুর হার, কঠিন পরিস্থিতিতে একজন সাংসদ হয়ে কীভাবে সানডে ভাইব-এ মজেছেন নুসরত, ক্ষোভে ফেটে পড়ছেন সাইবারবাসী।
একদিকে সংসার ভাঙন অন্যদিকে সাংসদ অভিনেত্রীর নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই টলিপাড়া উত্তাল। তবে তিনি যে গুঞ্জনকে একদমই পাত্তা দিচ্ছেন তা প্রমাণ দিলেন নুসরত। ঘর ভাঙার গুঞ্জনের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় অনাবৃত উরুতে হট পোজে ভাইরাল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।