- Home
- Entertainment
- Bengali Cinema
- ডিনার ডেটে আরও কাছাকাছি যশ-নুসরত, 'TMC-BJP' ভুলে প্রেমে মজলেন 'যশরত' জুটি
ডিনার ডেটে আরও কাছাকাছি যশ-নুসরত, 'TMC-BJP' ভুলে প্রেমে মজলেন 'যশরত' জুটি
- FB
- TW
- Linkdin
বিধানসভা নির্বাচনজোরকদমে চলছে ভোটের প্রচার। ইতিমধ্যেই ভোটের প্রচারে বেরিয়ে গেছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং নিখিল জৈনর টালমাটাল সম্পর্কের মধ্যে যেন আচমকাই নাকি ঢুকে পড়েছেন যশ।
একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই যখন উত্তাল টলিপাড়া , তখনই আবার শিরোনামে উঠে এসেছেন যশ-নুসরত।
তৃণমূল বনাম গেরুয়া শিবিরের যুযুধান লড়াই যেন ভালবাসার কাছে হার মেনেছে। ভোটপ্রচারের সারাদিনের ব্যস্ততার পর কাছের মানুষ যশের সঙ্গে ডিনার ডেটে গেলেন নুসরত।
ভোটের উত্তাপ বাড়িয়ে একে অপরের আরও কাছে এলেন যশরত জুটি। সম্প্রতি ইনস্টাগ্রামেই উঠে এল মিষ্টি ভালবাসার মুহূর্ত।
টেবিল সাজানো লোভনীয় ডেসার্ট। সেই মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশনে নুসরত লেখেন, 'টেবিলে আবার ফেবারিট খাবার, আর সঙ্গে ফেবারিট যশ দাশগুপ্ত'।
তবে নুসরতের এই পোস্টের জবাব দিতে খুব বেশি দেরি করেননি যশ। পাল্টা যশ লিখেছেন, 'তোমার এই আনন্দটা খুব সিরিয়াসলি নিচ্ছি'।
রাজনীতির ময়দানে নতুন পা রেখেছেন যশ। বসিরহাটের সাংসদ অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা হলেও বিরোধী শিবিরের কাছে রাজনীতির টিপস নিতে রাজি নন যশ।
বিরোধী পক্ষ হলেও ভালবাসার কাছে যে রাজনীতি হার মানছে তার জলন্ত উদাহরণ যশ-নুসরত জুটি। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আটকালেও কখনও কফির কাপে চুমুক তো কখনও মিষ্টিমুখ কাটানোর মুহূর্তগুলি শেয়ার করেছেন এই জুটি।
যশের বিজেপি-তে যোগদানের পরেই নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে নেটিজেনরা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু নেটিজেনদের সন্দেহে জল ঢেলে দিয়েছে তাদের ডিনার ডেটের ছবি।