- Home
- Entertainment
- Bengali Cinema
- উন্মুক্ত ক্লিভেজে ফ্রেমবন্দি সেলেব সাংসদ নুসরত, রাজকুমারীর স্টাইল স্টেটমেন্টে ঝড় নেট মহলে
উন্মুক্ত ক্লিভেজে ফ্রেমবন্দি সেলেব সাংসদ নুসরত, রাজকুমারীর স্টাইল স্টেটমেন্টে ঝড় নেট মহলে
- FB
- TW
- Linkdin
নুসরত জাহান, বর্তমানে তিনি সাধারণের ধরা ছোঁয়ার বাইরে, ট্রোলই হোক বা সমালোচনা কোনও কিছুতেই তিনি আর ভেঙে পড়েন না।
সম্প্রতি একের পর এক বিতর্ক জড়িয়েছে নুসরতের নাম। কখনও সংসারের অন্দর মহলের কাহিনি, কখনও আবার খোলামেলা পোশাক।
তবে সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিল যশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। যশ ও নুসরতকে জড়িয়ে যখন একের পর এক খবর সামনে উঠে আসে, তখনই মুখ খুলেছিলেন নুসরত।
জানিয়েছিলেন, এমন আর তিনি এসব কথায় কান দেননা। এটা তাঁর ব্যক্তিগত জীবন। তিনি ব্যালন্সা রেখেই তা পাবলিক করবেন।
মানুষের সমালোচনা বা ট্রোল এখন আর নুসরতকে ভাঙতে পারে না। বরং তিনি ট্রোলারদের জানিয়েছিলেন ধন্যবাদ। সকলের এই ব্যবহারের জন্যই নুসরত নিজেকে শক্ত করে তুলতে পেরেছে।
আর সেই আত্মবিশ্বাস এখন নুসরতে চোখে মুখে ধরা পড়ে, ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়।
খোলামেলা পোশাক হক, বা এলিগেন্ট লুকে স্টানিং ফিগার, স্মার্ট প্রেজেন্টেশনে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর কথায় সকল মেয়ের মধ্যেই রয়েছে এক রাজকুমারী।
তবে এই রাজকুমারী কেবল লাইম লাইটে রয়েছেন এমনটা নয়, রোদে জলে মানুষের পাশে দাঁড়াতে প্রচারেও নামছেন।
বিধানসভা নির্বাচনের আগে পাল্লা দিয়ে দিদির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে।
সোশ্যাল পাতায় নজর রেখে অনেকেই হয়তো তাঁকে ট্রোল করেছে, তবে নুসরত তা এক কথায় এড়িয়ে গিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন সকলের কাছে।