- Home
- Entertainment
- Bengali Cinema
- বিবাহ বিচ্ছেদের পথে নিখিল নুসরত, বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সম্পর্কে ভাঙন
বিবাহ বিচ্ছেদের পথে নিখিল নুসরত, বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সম্পর্কে ভাঙন
- FB
- TW
- Linkdin
এই সেই ছবি যা পোস্ট করার পরই নুসরতের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা। এরপরই ফ্রেমে হাজির নিখিল জৈন।
ধুমধামে বসে যায় বিয়ের আসর। এরই মাঝে শুরু হয় নয়া ইনিংস, যা মুহূর্তে সকলের নজর কাড়ে।
লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ান নুসরত। সেখান থেকেও ভাগ্য তাঁকে ফেরায়নি। জয়ী হয়ে সাংসদের পদে বসেন তিনি।
এবার পালা বিবাহ অভিযানের, মে মাসে রাজকীয় বিয়ের আসর বসে নুসরত ও নিখিলের। বোদরুমে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং-এ মাতেন এই জুটি।
একের পর এক ছবি থেকে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। কলকাতার বুকে ফিরেও আয়োজন করা হয় রাজকীয় রিসেপশনের।
তারপর সবটাই চলতে থাকে খুব স্বাভাবিক ছন্দে। এক কথায় যাকে বলে লাভবার্ড।
জন্মদিনের সেলিব্রেশন থেকে শুরু করে পুজো পার্বণে মেতে থাকা। নুসরত ও নিখিলের মাঝে থাকা এই সম্পর্কের সমীকরণ পলকে সকলের নজর কাড়ে।
আবারও পর্দায় ফেরেন নুসরত, পাশাপাশি নতুন ব্র্যান্ডও নিয়ে আসেন এই জুটি প্রকাশ্যে। সবটাই ছিল ষোলোকলা ঠিক ঠিক।
হঠাৎই ছন্দপতন ঘটে ২০২০ সালের শেষের দিকে। ফ্রেমে হাজির যশ। তাঁকে নিয়ে একাধিক খবর রটতে শুরু করে।
একে অন্যের প্রোফাইল আনফলো করে দেন তাঁরা। দীর্ঘ দিন নেই কোনও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি।
ভক্তদের মনে তখন থেকেই উঁকি মেরেছিল প্রশ্ন, তবে কি নিখিল আর নুসরত আলাদা হতে চলেছেন!
সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করে এক প্রথম সারির সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন নিখিল জৈন। জানিয়ে দিলেন ডিভোর্স চাইছেন তিনি।
এতেই সাফ হয়ে যায় বর্তমানে এই জুটির মাঝে থাকা সম্পর্কের প্রকৃত ছবি। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি নুসরত জাহান।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।