- Home
- Entertainment
- Bengali Cinema
- Bikini টপে নুসরতের টোনড ব্যাক, স্যুইমিং পুলে বসে Sunkissed সাংসদ-অভিনেত্রীর
Bikini টপে নুসরতের টোনড ব্যাক, স্যুইমিং পুলে বসে Sunkissed সাংসদ-অভিনেত্রীর
- FB
- TW
- Linkdin
তবে এতে তিনি থেমে যাওয়ার মানুষ একেবারেই নন। কোনও কিছুই দমিয়ে দিতে পারেনি নুসরতকে।
বরং মন দিয়ে নিজের শরীরচর্চাকে ঘিরে ব্যস্ত রয়েছেন নুসরত। সেই কারণেই হয়তো ক্রমশ আরও সুন্দরী হয়ে উঠছেন তিনি।
এছাড়া নিজেকে খুশি রাখার টোটকা লুকিয়ে রয়েছে রিল্যাক্সেশনে। নিজেকে সর্বদা খুশি রাখার জন্য বিশেষভাবে নিজেকে আলাদা করে সময় দেন তিনি।
যেমন সম্প্রতি তিনি মত্ত হয়েছেন সানবাথে। স্যুইমিং পুলের সামনে নিজের টোনড ব্যাক ফ্লন্ট করলেন নুসরত।
মেরুন রঙের বিকিনি টপে দেখা যাচ্ছে নুসরতকে। স্যুইমিং পুলের ধারে বসে রোদ পোয়াচ্ছেন অভিনেত্রী।
মেসি হাই বান করে চোখে রোদচশমা। এমন রূপে নুসরতকে খানিক কমই দেখা যায়। যার কারণেই এই ছবি সাংঘাতিকভাবে ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়।
তিনি তাঁর ন্যাচারাল বিউটির দ্বারাই মন জয় করেন ভক্তদের। এবারেও তার অন্যথা হল না। নিজের রূপে ফের মুগ্ধ করলেন নুসরত।
সাধারণত বিনা মেকআপে, ফিল্টার ছাড়া ছবি আপলোড করার সাহস থাকে না অনেকেরই। তবে সেই তথাকথিত ট্যাবু ভেঙে নিজের সমস্ত রূপই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়।