- Home
- Entertainment
- Bengali Cinema
- কঠিন সময় কোন মন্ত্রে ভালো থাকছেন, তবে কি সিঙ্গল মাদার-এর পথই বেছে নিলেন নুসরত
কঠিন সময় কোন মন্ত্রে ভালো থাকছেন, তবে কি সিঙ্গল মাদার-এর পথই বেছে নিলেন নুসরত
- FB
- TW
- Linkdin
নুসরত জাহান, এক কথায় বলতে গেলে যাঁর জীবন গত সাত থেকে আট মাসে বদলে গিয়েছে আমুল।
সম্পর্ক থেকে শুরু করে মা হয়ে ওঠা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই যেন কঠিন হতে দেখেছেন তিনি চোখের সামনে।
তবুও ভেঙে পড়া নয়, নিজের পক্ষের যুক্তি খাঁড়া করে লড়াই করতে প্রস্তুত নুসরত জাহান।
নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু। যশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জুড়ে পরকিয়ার তকমা।
এরই মাঝে ওঠে বিচ্ছেদের ঝড়। এত পর্যন্ত ঠিক ছিল। এরপরই ভয়ানক খবর সামনে আসে, তিনি মা হতে চলেছেন।
অথচ যশ চুপ, নিখিলের সাফ উত্তর তিনি এই সন্তানের পিতা নন। তাহলে! না, এই তাহলের কোনও উত্তর দিতেই রাজি নন অভিনেত্রী।
উল্টে বেবিবাম্প নিয়ে করছেন শ্যুট, পোস্ট দিচ্ছেন, ভালোই আছেন নিজের মত করে।
প্রশ্ন উঠে এখানেই, তবে কি সিঙ্গল মাদারের পথই বেছে নিলেন এবার নুসরত জাহান!
সমস্ত বিতর্ক এড়িয়ে নিজের মত করে ভালোই আছেন অভিনেত্রী তথা সাংসদ। জানালেন, যে কোনও থেরাপি থেকে অনেক ভালো একচিলতে হাসি।
আর এভাবেই এখন দিনগুনছেন তিনি। সেপ্টেম্বর মাসেই কোল আলো করে আসবে সন্তান।