- Home
- Entertainment
- Bengali Cinema
- রোহিত সেন-নয়া ফেলুদার দাপট টলি-পাড়ায়, টোটা রায় চৌধুরীকে চিনতে কি তবে একটু দেরি হয়ে গেল
রোহিত সেন-নয়া ফেলুদার দাপট টলি-পাড়ায়, টোটা রায় চৌধুরীকে চিনতে কি তবে একটু দেরি হয়ে গেল
- FB
- TW
- Linkdin
কখনোই ভাবেননি অভিনেতা হবেন। অল্প বয়স থেকেই শরীরের প্রতি খুবই যত্নশীল ছিলেন টোটা। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতেন তিনি। মার্শালআর্টসেও পারদর্শী ছিলেন।
সেন্ট জেভিয়াস কলেজ থেকে তিনি স্নাতক হন। কলেজে থাকা কালীনই তিনি ঠিক করেন আর্মিতে যোগ দেবেন। তাঁর জন্য সিডিএস(CDS) পরীক্ষার প্রস্তুতিও নিতে শুরু করেন টোটা।
সেই সময় ভাগ্যক্রমে বিখ্যাত পরিচালক প্রভাত রায় তাকে ‘লাঠি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ দেন। ১৯৯৬ সালে মুক্তি পায় টোটার প্রথম ছবি লাঠি। ছবিটি জাতীয় পুরষ্কার পায়, এবং ছবিতে টোটার অভিনয় প্রশংসা পায়।
এর পর থেকেই বেশ কিছু সিনেমার অফার আসতে থাকে টোটার কাছে। ছবিগুলো বাণিজ্যিকভাবে সফলও হয়। সেই সময় টোটা ঠিক করেন তিনি অভিনেতা হবেন।
২০০৩ সালে মুক্তি পায় পরিচালক ঋতুপর্ণো ঘোষের ছবি ‘শুভ মহরৎ’। এই ছবিতে রাখি গুলজার, শর্মিলা ঠাকুর, নন্দিতা দাসের মতো কিছু বিখ্যাত অভিনেত্রীদের পাশাপাশি টোটার অভিনয় ছিল দেখার মতো।
ওই বছরেই ঋতুপর্ণ ঘোষের আরও একটি ছবি ‘চোখের বালি’ মুক্তি পায়। এই ছিবিতে ঐশ্বর্য রাইয়ের বিপরীতে ‘বিহারী’ নামের চরিত্রে টোটার অভিনয় দর্শক এবং ক্রিটিকসদের মন জয় করে ফেলে। এর পাশাপাশি এই চরিত্রের জন্য তিনি বি এফ যে এ (BFJA) সেরা অভিনেতার এওয়ার্ড পান।
এতো ভালো অভিনয় করা সত্ত্বেও, এর পর প্রায় ১৮ মাস টোটার কাছে কোন কাজ ছিল না। এই সময় তিনি বুঝতে পারেন ইন্ডাস্ট্রিতে কাছের মানুষ গুরুত্ত কতোখানি।
এর পর ২০০৬ সালে দোসর ছবির হাত ধরে ফিরে আসেন। তাঁর পরবর্তী সময় বেশ কিছু সিনেমাতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। বলা বাহুল্য এই সব ছোট চরিত্র দিয়েই তিনি বার বার দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন।
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত বেশ কিছু কমার্শিয়াল বাংলা সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। এর পাশাপাশি ওই সময় কিছু হিন্দি ছবি যেমন- তিন, কাহানী ২, ইন্দু সরকার, হেলিকপ্টার ইলাতে তাকে দেখা যায়।
টোটা একটি ক্যানাডিয়ান সিনেমা ‘রাঞ্ছি’ তে অভিনয়য়ের পাশাপাশি একটি তামিল সিনেমা ‘কাথি’ তেও অভিনয় করেন। সিনেমার পাশাপাশি বেশ কিছু টিভি সিরিয়াল ও ওয়েবেও কাজ করেন তিনি।
এরই মঝে যেন হঠাৎ করে আবিষ্কার হয় নয়া রূপে টোটা। দর্শক আবারও নতু অভিনয় স্বাদে মনে স্থান করে দেন তাঁকে। এক সাক্ষাৎকারে আক্ষেপ প্রকাশ করেছিলেন টোটা।
আর আজ রোহিত সেনের অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে নয়া ফেলুদা লুকে দাপট, নয়া প্রজন্মকে ছয় গোলে হারিয়ে স্টানিং অভিনয়ে ছক্কা হাঁকাচ্ছেন টোটা রায় চৌধুরী।