- Home
- Entertainment
- Bengali Cinema
- কন্যা দিবসে আয়রার সঙ্গে মিথিলার মুহূর্ত, শান্তিনিকেতনে চলল মা-মেয়ের খেলা
কন্যা দিবসে আয়রার সঙ্গে মিথিলার মুহূর্ত, শান্তিনিকেতনে চলল মা-মেয়ের খেলা
মিথিলার রূপে মুগ্ধ এপার বাংলা থেকে ওপার বাংলা। তাঁর স্নিগ্ধতায় মিশে গিয়েছে কবিতার ছন্দ। বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই বাংলাদেশি সুন্দরী। মিথিলার লাবণ্যে মন জুড়িয়ে যায় নেটিজেনের। ভক্তদের চোখ ধাঁধায় তাঁর খোলা চুলে। সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন এক পোস্টেই। রফিয়ত রসিদ মিথিলা। নাম শুনলে উত্তেজিত হয় ওঠে ভক্তমহল। নেটদুনিয়ার তারকাদের কেবল গ্ল্যামারাস ফোটোশ্যুট, টিকটক ভিডিও এছাড়া মজার ভিডিও কিংবা পোস্টে থেকে যায় একঘেয়েমি। সেখানেই নতুনত্য নিয়ে হাজির হন মিথিলা।
| Published : Sep 27 2020, 10:15 PM IST
- FB
- TW
- Linkdin
এবার মিথিলার সৌন্দর্য নয় তাঁর মাতৃত্বে মুগ্ধ হল গোটা নেটদুনিয়া। মেয়ে আয়রা নিয়ে কাটালেন কন্যা দিবস।
মেয়ের সঙ্গে একান্তে শান্তিনিকেতনে দিনরাত কাটাচ্ছেন মিথিলা। সাইকেল নিয়ে শান্তিনিকেতনের এক মাঠে খেলছেন মিথিলা।
হলুদ রঙের শাড়িতে দেখা গিয়েছে মিথিলাকে। কালো স্লিভলেস ব্লাউজের সঙ্গে টিউনিং করেছিলেন বাংলাদেশি সুন্দরী।
অন্যদিকে নীল পোশাকে দেখা যাচ্ছে আয়রাকে। শর্টস এবং নীল টপে মায়ের সঙ্গে খেলে বেড়াচ্ছে আয়রা।
মা-কে আয়রা সাইকেল চালানো শেখাচ্ছে কি। এমনটাই মনে হচ্ছে মিথিলার শেয়ার করা ছবিগুলি দেখে।
মায়ের সাইকেলের পিছনে মাঠে দৌঁড়ে বেড়াচ্ছে আয়রা। মা ও মেয়ের অ্যালবামে মন ভরেছে সাইবারবাসীদের।
এছাড়া সেই মাঠে স্কুটিতে চড়ে ঘুরছেন মিথিলা। স্কুটি যে মিথিলা রীতিমত ভাল চালাতে পারলেন তা পরিষ্কার হয়ে গিয়েছে ভিডিও দেখে।
যত দিন যাচ্ছে ততই ইন্টারনেট সেনসেশনের তকমা পাচ্ছেন তিনি। এবারেও তাঁর রূপে মুগ্ধ হল সাইবারবাসী।
এবার আয়রাও এখন নেটদুনিয়ার ডার্লিং হয়ে উঠছে। তার ছবি ও ভিডিও দেখার জন্যও মিথিলার প্রোফাইলে ভিড় জমায় ভক্তরা।