- Home
- Entertainment
- Bengali Cinema
- ৮০ পেরিয়েও টান টান ফিগার, সাদা কালো ফ্রেমে ঠিক যেন সুচিত্রা, পার্ফেক্ট হট লুক-গুণ নিয়েও কীসের আক্ষেপ রাইমার
৮০ পেরিয়েও টান টান ফিগার, সাদা কালো ফ্রেমে ঠিক যেন সুচিত্রা, পার্ফেক্ট হট লুক-গুণ নিয়েও কীসের আক্ষেপ রাইমার
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01dnbsg7d2zn9sqjx705795qt6/main-nub--8--jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
ছবি পছন্দের বিষয় বরাবরই রাইমা একটু খুঁতখুঁতে। গল্পের বুনোটে যদি সংবেদনশীলতা না থাকে তবে তা খুব একটা মনে ধরেনা রাইমার।
![](https://static-gi.asianetnews.com/images/01dnbsfc91kjrvv2tx31qr4w3a/main-nub--9--jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
বর্তমানে বাংলার টলি ইন্ডাস্ট্রিতে এলিজেবল ব্যাচেলরদের মধ্যে তিনি অন্যতম। কবে তিনি বিয়ে করছেন তার কোনও ইঙ্গিতও মেলেনি এখনও।
তার মুখের আদলে আজ অনেকে ফিরে পান সুচিত্রা সেনের হাসি। পর্দা এক পরিণত অভিনেত্রীর দাপটিন প্রকাশ পায় রাইমার দক্ষতা।
মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে অনেকেই তার তুলনা টেনেছেন।শুধু টলিউড নয়, বলিউডেও সমান ভাবে অভিনয়ের ছাপ রেখেছেন রাইমা সেন।
কারোর সঙ্গে সম্পর্কে আছেন কিনা, তা জানা যায়নি এখনও। রহস্য জিইয়ে রেখে একের পর এক সাহসী ফোটোশ্যুটে নজর কাড়ছেন এই বাঙালি ক্যুইন।
এত রূপ গুণ নিয়েও কোথাও যেন নিজেকে সেই স্থানে পৌঁছে দিতে পারলেন না রাইমা।
এই আক্ষেপই আজও তাঁকে তারিয়ে নিয়ে বেড়ায়। ঋতুপর্ণ ঘোষের চবে যাওয়াটাই তাঁর জীবনের বর ক্ষতি।
এক সাক্ষাৎকারে মুখ খুলে বলেছিলেন রাইমা, আজ ঋতুপর্ণ ঘোষ থাকলে তিনি অন্য জায়গায় থাকতেন।
স্টার কিড, রূপ, গুণ থাকার সত্তেও আজও রাইমার মনে আক্ষেপ রয়েই গিয়েছে। সিনে জগতে পাননি যোগ্য সন্মান।