- Home
- Entertainment
- Bengali Cinema
- পুরীর মন্দিরে পুজো দিয়ে এই নয়া ইনিংস শুরু রাজের, লক্ষ্যে এখন ব্যারাকপুর
পুরীর মন্দিরে পুজো দিয়ে এই নয়া ইনিংস শুরু রাজের, লক্ষ্যে এখন ব্যারাকপুর
একের পর এক তারকা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক মহলে নাম লেখাচ্ছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি রাজ চক্রবর্তী। দিদির হাত ধরেই বারে বারে রাজনৈতিক মঞ্চে তাঁকে হাজির হতে দেখা গিয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এবার টিকিট নিয়ে ভোট ময়দানে রাজ।
- FB
- TW
- Linkdin
সদ্য তৃণমূলের যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী। তৃণমূলে যোগ দেবার পরই মিলেছে টিকিট।
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন রাজ চক্রবর্তী। ছোট থেকে সেখানেই বড় হয়ে ওঠা।
টিকিট হাতে পেয়ে রাজ চক্রবর্তী জানান এখনো অনেকটা পথ চলার বাকি এ তো সবে শুরু। এ জায়গা তার নিজেরই জায়গা তার চেনা।
যার ফলে ব্যারাকপুর নিয়ে আসা দেখছেন রাজ। সেখানকার সাধারণ মানুষ কি চায়, কি তাদের দাবি সবটাই নাকি নখদর্পণে তার।
তাও ভোট যুদ্ধে যাবার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নিলেন রাজ চক্রবর্তী। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উপস্থিত হলেন পুরীতে।
সঙ্গে হাজির ছিলেন শ্রী শুভশ্রীও। বেশ কয়েক মাস ধরে একের পর এক পালাবদল ঘটছে জীবনে।
সদ্য ঘরে আসে ছোট সদস্যকে নিয়ে এখন ব্যস্ত এই জুটি। তার উপর টলিউডের কাজ রয়েছে। এবার যুক্ত হল বিধানসভা কেন্দ্র।
তবে পরিবার বিনোদন জগত ও রাজনীতিকে সমানতালে ব্যালেন্স করে চলবেন এমনটাই আশা রাখছেন রাজ।
সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করাটাই তার লক্ষ্য, রাজের কথা এখন দিদির পাশে থাকাটা প্রয়োজন।
তাই কথা রাখতে পুরী জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন রাজ চক্রবর্তী।