দেবের জন্মদিনে রুক্মিনীর উপহার, প্রতিবারের মতই চমকে গেলেন সুপারস্টার
- FB
- TW
- Linkdin
দেব ও রুক্মিনী জুটি এক কথায় বলতে গেলে সিনে দুনিয়ার সকলের খুব প্রিয়। প্রতিবছরই রুক্মিনী দেবের জন্মদিনে বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা করে থাকেন।
চলতি বছরও তার ব্যতিক্রম হল না। বড়দিনের আমেজেই টলিদুনিয়ার সুপারস্টার প্রতিবছরই জন্মদিন পালন করেন।
কখনও শ্যুটিং সেটেই কাটে এই বিশেষ দিন, কখনও আবার পাঁচতারা হোটেলে ফ্যানেদের সঙ্গে ভাইরাল দেব।
এবারও তার ব্যতিক্রম হল না। জন্মদিনের আগেই শ্যুটিং-এ ব্যস্ত দেব। সেটেই পাল করা হট কেক কেটে প্রিবার্থ ডে সেলিব্রেশন।
আর মধ্যরাতেই মিলল রুক্মিনীর সারপ্রাইজ গিফ। যা দেখে এক কথায় হতবাক দেব। কার্ড নয় আস্ত এক ব্যানার।
সেখানেই দেবকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন রুক্মিনী। পাশাপাশি লিখলেন- আমি তোমায় ভালোবাসি। আর তুমি জানো সেটা সত্যি।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ধন্যবাদ জানালেন দেব। লিখলেন, সারা জীবন এভাবেই পাশে থেকো।
আর রুক্মিনীর সারপ্রাইজ, তা বরাবরই পছন্দ দেবের। সেই নিয়ে কোনও দ্বিমত নেই। তা স্পষ্ট দেবের সোশ্যাল মিডিয়ার পাতায়।