- Home
- Entertainment
- Bengali Cinema
- 'সা রে গা মা পা' সঞ্চালনায় হাতেখড়ি আবিরের, পাল্টে গিয়েছে বিচারকের তালিকা, নতুন ছন্দে নিউ নর্মাল
'সা রে গা মা পা' সঞ্চালনায় হাতেখড়ি আবিরের, পাল্টে গিয়েছে বিচারকের তালিকা, নতুন ছন্দে নিউ নর্মাল
- FB
- TW
- Linkdin
এবার সমস্ত জল্পনা কাটিয়ে শুরু হতে চলেছে বাংলার এই জনপ্রিয় গানের রিয়্যালিটি অনুষ্ঠান।
সঞ্চালনায় আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে, যার জন্য বেশ উত্তেজিত ভক্তমহল। পাশাপাশি বিচারক আসনেও এসেছে নতুননত্য।
বিচারক হিসাবে আগের মত শ্রীকান্ত আচার্য থাকলেও মোনালী ঠাকুর এভং শান্তনু মৈত্র নেই সেই আসনে।
বিচারক হিসাবে আগের মত শ্রীকান্ত আচার্য থাকলেও মোনালী ঠাকুর এভং শান্তনু মৈত্র নেই সেই আসনে।
এছাড়াও বদল ঘটেছে অনুষ্ঠানের বিভিন্ন অংশ্য। পারকাশনের যে গোটা টিম স্টেজে থাকতেন তাতেও ঘটেছে বদল।
দর্শকাসনে যে সকল মানুষেরা বসে থাকতেন। হাততালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ জোগাতেন তারাও এবারে থাকছেন না।
অন্যদিকে অনুষ্ঠানের মূল নিয়মও পাল্টে গিয়েছে। গুরু এবং শিষ্যের ভিন্ন রূপ ধরা পড়বে টিভির পর্দায়।
তিনজন গুরু, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়। তাঁদের থাকবে তিনিটি ভিন্ন টিম।
এবারে অডিশনও হয়েছে ডিজিটালে। অর্থাৎ অনলাইনে অডিশন দিয়েছে লক্ষাধিক ছেলে মেয়ে।
এভাবেই চলবে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ২৬ সেপ্টেনম্বর থেকে রাত ৯:৩০ টায় শুরু হবে জি বাংলায়।