- Home
- Entertainment
- Bengali Cinema
- চাঁদনি রাতে গাড়ির মধ্যেই রোম্যান্সে মজেছেন শ্রাবন্তী, কার সঙ্গে লং ড্রাইভে গেলেন অভিনেত্রী
চাঁদনি রাতে গাড়ির মধ্যেই রোম্যান্সে মজেছেন শ্রাবন্তী, কার সঙ্গে লং ড্রাইভে গেলেন অভিনেত্রী
| Published : Jan 29 2021, 12:47 PM IST
চাঁদনি রাতে গাড়ির মধ্যেই রোম্যান্সে মজেছেন শ্রাবন্তী, কার সঙ্গে লং ড্রাইভে গেলেন অভিনেত্রী
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
সম্পর্কের তিক্ততা, চারিদিকের নানা সমালোচনা, কুমন্তব্য, তাঁর চরিত্র নিয়ে কাটাছেঁড়া এসবের মাঝেও শক্ত পায়ে হেঁটে চলেছেন শ্রাবন্তী।
28
কারও কথা কানে নিচ্ছেন না। কেবল নিজের কেরিয়ারে ফকাস করে খুশির মেজাজে রয়েছেন।
38
এরই মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন আপডেট। যা দেখে এই বিষয়টি স্পষ্ট যে তিনি বেশ ভালই আছেন।
48
পেশা নিয়ে রীতিমত ব্যস্ত, অন্যদিকে নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে আনন্দে মেতে রয়েছেন তিনি।
58
সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিতেই ধরা পড়ল অভিনেত্রী লং ড্রাইভের মুহূর্ত।
68
চাঁদনি রাতে কার সঙ্গে লং ড্রাইভে বেরলেন শ্রাবন্তী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই মুহূর্ত।
78
গাড়ির ভিতর থেকে ফোন বের করে রেকর্ড করেছেন চাঁদনি রাতের আকাশ।
88
স্টিরিওতে চলছে 'লগদি লাহোর দি' গানটি। এই গানের সাথে সাথেই চাঁদনি রাতে মজেছেন শ্রাবন্তী।