চুম্বনের পর্ব শেষ, এবার অভিমণ্যু-দামিনীর আধ্যাত্মিক রূপ এল প্রকাশ্যে
- FB
- TW
- Linkdin
তাদের নিয়ে সম্পর্কের বিষয় খবর প্রকাশ্যে আসতেই নানা মুণির নানা মত। দামিনী এবং অভিমণ্যুর বিভিন্ন আপডেট পেতে আগ্রহী হয়ে উঠেছে।
দু'জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিড় জামাচ্ছে নেটিজেনরা। নিত্যদিন কোনও নতুন পোস্টের আশায় বসে সকলে।
দিন কতক আগেই দামিনী-অভিমণ্যুর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাদের ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠতায় মজতে দেখা গিয়েছে।
এবার অবশ্য ভাইরাল হল তাদের রাজস্থান ঘোরার ছবি। নিজের একটি ছবি পোস্ট করেছে দামিনী।
এই ছবিতে কালো লং কুর্তি পরে দাঁড়িয়ে তিনি। মডার্ন কাপল থেকে এবার সোজা স্পিরিচ্যুয়াল কাপল হয়ে গিয়েছে তারা।
আজমের শরিফ দরগাহ-তে গিয়েছিল তারা। সেই ছবিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন।
মাথায় টিকা, মুখে মাস্ক, অভিমণ্যুর মাথায় টুপি ও দামিনীর মাথায় ওরনা। স্পিরিচ্যুয়াল হয়ে উঠেছে সেলেব জুটি।
দামিনী ও অভিমণ্যুকে নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। কোনও স্টারকিডকে নিয়ে এমন উন্মাদনা আগে দেখা যায়নি। যার জেরে সংবাদ শিরোনামে বার বার উঠে আশছে তাদের নাম।