- Home
- Entertainment
- Bengali Cinema
- বড্ড একা সৃজিত, ভেস্তে গেল 'X-Mas'-এর সমস্ত প্ল্যান, কোথায় চলে গেলেন মিথিলা
বড্ড একা সৃজিত, ভেস্তে গেল 'X-Mas'-এর সমস্ত প্ল্যান, কোথায় চলে গেলেন মিথিলা
- FB
- TW
- Linkdin
মিথিলাকে নিয়ে প্রথমবার ক্রিসমাস সেলিব্রেশন, আয়রার জন্য ক্রিসমাস ট্রি , সহ আরও অনেক প্ল্যান, সবকিছু রেডি থাকলেও ভেস্তে গিয়েছে সমস্ত প্ল্যান।
বড্ড একা সৃজিত। কিন্তু কেন এমনটা হল, মিথিলাকে ছাড়াই কি ক্রিসমাস কাটবে সৃজিতের। এই নিয়ে প্রশ্ন উঠছে।
বর্তমানে ছবির কাছে ওপার বাংলায় পাড়ি দিয়েছেন মিথিলা। বাংলাদেশের জি-ফাইভের কাজ সেরে ক্রিসমাসে কলকাতার ফেরার কথা থাকলেও তা আর হল না মিথিলার।
সংবাদমাধ্যমকে মিথিলা জানিয়েছেন.ঢাকায় গিয়ে আরও কিছু কাজ পড়ে যাওয়ায় ক্রিসমাসে কলকাতা ফিরতে পারবেন না তিনি। এবং মা-বাবার সঙ্গেও সময় কাটানো দরকার।
এই বিশেষ কারণেই বড্ড মন খারাপ সৃজিতের। তবে ক্রিসমাসের সমস্ত প্ল্যানটাই নিউ ইয়ারে সেলিব্রেট করবেন বলে জানিয়েছেন মিথিলা।
তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত কনট্র্যাক্ট ছবিতে মিথিলাকে দেখা যাবে। বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ-কে দেখা যাবে মিথিলার বিপরীতে।
এই প্রথম কোনও রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে মিথিলা। ইতিমধ্যেই লুক টেস্ট হয়ে গেছে, আজ থেকেই শুরু শুটিং।
সৃজিতের ক্রিসমাসেও রয়েছে চমক। মিথিলা-আয়রা ছাড়াও মরুভূমি-পাহাড়-জঙ্গল পেরিয়ে কাকাবাবু এবার জঙ্গলে। বড়দিনেই আসছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।