- Home
- Entertainment
- Bengali Cinema
- নাইটক্লাবে তুমুল নাচ রাজ-শুভশ্রীর, টলিউপাড়ার Party Animal-দের সেরা মুহূর্ত ভাইরাল
নাইটক্লাবে তুমুল নাচ রাজ-শুভশ্রীর, টলিউপাড়ার Party Animal-দের সেরা মুহূর্ত ভাইরাল
- FB
- TW
- Linkdin
তার জন্য অবশ্য ব্যক্তিগত জীবনের মজা, আনন্দ আটকে নেই। রীতিমত পার্টি মোডে দেখা গেল সেলেব দম্পতিকে।
শহরের নাইটক্লাবে পার্টি অ্যানিমালের রূপ ধারণ করেছেন ইউভানের মা ও বাবা। যার ঝলক নিজেরাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
লেট নাইট পার্টি এবং গ্ল্যামার ওয়ার্ল্ড ওতোপ্রতভাবে জড়িত। কমবেশি সকল তারকাই নাইটক্লাবে পার্টি করতে পছন্দ করেন।
করোনা আবহের জন্যই তাঁরা এতদিন বাড়িবন্দি ছিল। অন্যদিকে শুভশ্রী ইউভানের সুরক্ষার জন্যই বাড়ির বাইরে পা রাখেননি।
এবার সমস্ত নিয়ম কানুন মেনেই নিজের পুরনো পার্টি মোড অন করলেন। রাজের সঙ্গে হাজির হয়েছে নাইটক্লাবে।
আভিজাত এই নাইটক্লাবে মন খুলে নাচছেন সকলে। ঘনিষ্ঠমহলে একজনের জন্মদিনেই সেখানে গিয়েছিলেন তাঁরা।
দশ-বারো জন মিলেই পাবে পার্টি করছিলেন শুভশ্রী ও রাজ। সঙ্গে ছিলেন অভিনেত্রী পার্নো মিত্র।
কালো ড্রেসে দেখা গিয়েছে শুভশ্রী এবং পার্নোকে। অন্যদিকে ধূসর রঙের ব্লেজারে ধার দিয়েছেন রাজ।
বলিউড থেকে হলিউড পপ সবই চলছে সেই পাবে। যেই বিটে কোমর দুলতে বাধ্য। নিজেকেও আটকাতে পারেননি তাঁরা।
পার্নো নিজের হাই হিল খুলে সোফার উপরেই নাচতে শুরু করেছেন। শুভশ্রীর নিজেও নাচতে ব্যস্ত ছিলেন।
তবে নাচের চেয়েও বেশি ব্যস্ত ছিলেন সকলের ভিডিও ক্যাপচার করতে। অভিনেত্রী নিজের পার্টির অন্দরমহল নিয়ে এখন প্রকাশ্যে এসেছেন।
শুভশ্রী রাজের পার্টি মোড দেখে নেটিজেনদের মনেও বর্ষশেষের আনন্দ জেগেছে। তবে করোনা আবহকে তোয়াক্কা না করে কোনওভাবেই পার্টি করা সম্ভব নয়।