সারেগামা থেকে বিগ বসের মঞ্চ, বলিউড কি চিনল না অনীকের মত প্রতিভাকে
- FB
- TW
- Linkdin
কীভাবে শুরু হল অনীকের যাত্রা। গায়ক থেকে সোজা টেলিভিশন রিয়্যালিটি স্টার।
গানের মঞ্চ থেকে বিগ বসের মঞ্চে কীভাবে গেলেন তিনি। সেই নিয়েই অবশ্য রয়েছে নানা জল্পনা।
অনীক স্কুলের সময় থেকেই বিভিন্ন গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।
সেখান থেকেই হঠাৎ সারেগামার জন্য অডিশন দিলেন তিনি। প্রতিভার জোরে সুযোগ হয়ে যায় টিভির পর্দায় আসার।
কেবল তাই নয়। সারেগামা-এ তাঁর সুরের দাপটে ট্রফিও জুটল অনীকের ঝুলিতে।
অনীক কেবল সারেগামার বাংলা অনুষ্ঠাটিতেই নয়, জয়ী হয়েছিলেন হিন্দি অনুষ্ঠানটিতেও।
ধীরে ধীরে তাঁকে চিনতে শুরু করল সঙ্গীত জগৎ। অনীকের গানে মুগ্ধ হল বেশ কয়েকজন সঙ্গীত পরিচালকরাও।
তবে বলিউডে সেভাবে সফলতা পাননি অনীক। তাই জন্যই কি বিগ বসের দিকে ঝুঁকলেন তিনি।
টেলিভিশনের জনপ্রিয় সেলেব্রিটি রিয়্যালিটি শো বিগ বস বাংলার প্রথম সিজনে আসেন তিনি।
সকলকে তাক লাগিয়ে জিতেও যান সেই শো। বিগ বসের পর থেকে বিভিন্ন রিয়্যালিটি শোয়ে উপস্থাপনাও করেছেন তিনি।