- Home
- Entertainment
- Bengali Cinema
- গদগদ প্রেম ভুলে হঠাৎই বিচ্ছেদ, নেপথ্যে কে, প্রেমিককে ক্রুশলকে নিয়ে মুখ খুললেন অদ্রিজা
গদগদ প্রেম ভুলে হঠাৎই বিচ্ছেদ, নেপথ্যে কে, প্রেমিককে ক্রুশলকে নিয়ে মুখ খুললেন অদ্রিজা
- FB
- TW
- Linkdin
রিল লাইফে রাধিকার প্রতি ভালবাসায় মোহিত থাকলেও রিয়েল লাইফে কর্ণের জীবনে রয়েছে অন্য এক নারী।
রিল লাইফ আর রিয়েল লাইফ নিয়ে জল্পনার কেন্দ্রবিন্দুতে 'কী করে বলব তোমায়' অভিনেতা কর্ণ।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী আদ্রিজা রায়ের সঙ্গেই গোপনে জমিয়ে প্রেম করছেন অভিনেতা। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
অদ্রিজা-ক্রুশলের একসঙ্গে কোনও ছবি দেখতে না পেয়েই অনুরাগীদের মনে সন্দেহ হয়েছিল। প্রেম থেকে বিচ্ছেদ- প্রেমিক ক্রুশলকে নিয়ে সোজাসাপটা জবাব দিলেন অদ্রিজা।
কিছুদিন আগেই টলি অভিনেত্রীর জন্মদিনের ছবিতেও ক্রুশলকে দেখতে না পেয়ে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।
গুঞ্জনে এও শোনা গিয়েছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একে অপরের ছবি সরিয়ে নিয়েছেন ক্রুশল ও অদ্রিজা। এবার প্রশ্নবাণ জর্জরিত নায়িকা।
প্রথমসারির সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, অদ্রিজা এবং ক্রুশল এই সব নিয়ে একদমই ভাবছেন না। কারণ দুজনেই এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত।
তাদের মধ্যে আগের মতোই বন্ধুত্ব ও যোগাযোগ রয়েছে। তাই গুজবে কান দিতে একদমই রাজি নন তারা।
অদ্রিজা আরও জানিয়েছেন, মানুষই তাদের সম্পর্ক তৈরি করছে আবার তারা নিজেরাই তাদের সম্পর্ক ভেঙে দিচ্ছে।
অদ্রিজা বিরক্তের সুরে আরও স্পষ্ট করে জানিয়েছেন, যে কোনও সম্পর্ককে ছবি দেওয়া দিয়ে বিচার করবেন না। আর আমরা কেউ কোনও ছবি দিই নি। এটা সম্পূর্ণ একটা বাজে রটনা।
অদ্রিজার সঙ্গে একমত ক্রুশল। তিনিও সাক্ষাৎকারে জানিয়েছেন, এই খবরের পর যেন লোকের মুখ বন্ধ হয়। অতিরিক্ত চর্চা মোটেই ঠিক জিনিস নয়। এত কিছুর মধ্যেউই নিজের রিলেশনশিপ নিয়ে মুখ খুলতে রাজি নন কেউই।