নাটেরগুরু থেকে মিতিন মাসি, টলিউড সফরে সেরা দশে নানা রূপে কোয়েল
- FB
- TW
- Linkdin
নাটেরগুরুঃ ২০০৩ সালে নাটের গুরু ছবি দিয়েই শুরু হয়েছিল কোয়েলের পথ চলা। টলিউডে পা রেখে জিতের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি।
বন্ধনঃ ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আবারও জিতের সঙ্গে রোম্যান্সে ঝড় তুলেছিলেন কোয়েল এই ছবিতে।
শুভদৃষ্টিঃ ২০০৫ সালে জিত কোয়েলের এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। বেশ কয়েকমাস প্রেক্ষাগৃহে ছিল এই ছবি।
মন মানে নাঃ দেবের সঙ্গে কোয়েলের জুটিও যে সুপার হিট তা প্রমাণ করেছিল মন মানে না ছবি। মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
সাত পাকে বাঁধাঃ জিতের সঙ্গে আরও একবার পর্দাচয় ঝড় তোলা রোম্যান্স। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।
পাগলুঃ পাগলু ছবি এক কথায় আজও হিট। কোয়েল ও দেবের রোম্যান্স এতটাই মুগ্ধ করেছিল দর্শকদের, যে এই ছবির সিক্যুয়েলও এসেছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২সালে।
ছায়া ও ছবি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এখানেও নয়া লুকে সকলকে তাক লাগিয়েছিলেন কোয়েল।
ঘরে এণ্ড বাইরেঃ যিশু সেনগুপ্তের সঙ্গে কোয়েলের রোম্যান্স আগে নজর কাড়লেও বক্স অফিসে বাজিমাত করেছিল ঘরে এণ্ড বাইরে ছবি।
মিতিন মাসিঃ ২০১৯ সালে প্রথম মহিলা গোয়েন্দা মিতিন মাসি পর্দায় উপস্থিত হন কোয়েল মল্লিকের লুকে। সেই ছবি সাড়া ফেলেছিল ভক্ত মহলে।
সাগরদ্বীপে জকের ধনঃ ২০১৯ সালে আরও এক ছবি যা রহস্যগল্পের প্রেমপটে তৈরি, নয়া লুকে তুলে ধরেছিল কোয়েলকে।