ভোট ময়দানে নেমে কড়া টক্করে যশ, জেনে নিন অভিনেতা সম্পত্তির পরিমাণ কত
| Published : Mar 21 2021, 06:44 PM IST
ভোট ময়দানে নেমে কড়া টক্করে যশ, জেনে নিন অভিনেতা সম্পত্তির পরিমাণ কত
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
![](https://static-gi.asianetnews.com/images/01f0zw0y3wqrcfspkqff2vc1vg/tmc234-jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
বোঝে না সে বোঝে না ধারাবাহিক থেকে অভিনয়ের সফর শুরু হয় যশের। টেলিভিষনের দুনিয়ায় সেই স্থান যথেষ্ট নজর কাড়ে।
28
![](https://static-gi.asianetnews.com/images/01f0zw0ycvmw0fppejvssf1gpv/tmc23434-jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
পরবর্তীতে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন যশ। প্রথম ছবি করার পরই দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
38
২০২১-এ কেরিয়ারের পিকে এক বড় সিদ্ধান্ত নিলেন যশ। রাজনীতির ময়দানে নাম লেখালেন।
48
বিজেপিতে যেগ দিয়েছেন যশ। অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার দরুণ তাঁর সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়।
58
শনিবার তারই খসরা জমা দিলেন যশ। এখনও পর্যন্ত ২ কোটি ১০ লক্ষ টাকার মালিক যশ।
68
যার মধ্যে তাঁর রয়েছে দুটি গাড়ি। একটি বিএমডাব্লিউ ৩৫ লাখ টাকার, অন্যটি টয়োটা ৩২ লাখ ৯০ হাজার টাকার।
78
এছাড়াও রয়েছে এলআইসি, পোস্ট অফিস অ্যাকাউন্ট। হাতে নগদ টাকা রয়েছে ৫০ হাজার টাকা।
88
অভিনয় জগত ও রাজনীতিকে একই সঙ্গে ব্যালান্স করতে এখন প্রস্তুত তিনি। চন্ডীতলা কেন্দ্রের হয়ে লড়ছেন যশ।