MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • গাঙ্গুলি পরিবার মেতে উঠল হোলির আনন্দে, রইল কড়ি খেলার স্পেশ্যাল এপিসোডের চমক

গাঙ্গুলি পরিবার মেতে উঠল হোলির আনন্দে, রইল কড়ি খেলার স্পেশ্যাল এপিসোডের চমক

গল্পটা গাঙ্গুলি পরিবারকে নিয়ে। যৌথ পরিবারে থাকেন তাঁরা। শ্বশুর, শ্বাশুড়ি, কাকা, কাকিমা, দেওর, ননদ, জা আর তিন সন্তান নিয়ে পারমিতা (Paromita) ও অপূর্বর (Apurba) সংসার। সদ্য হোলির উৎসবে গা ভাসালেন তাঁরা। এক সঙ্গে সকলে বললেন, হোলি হ্যায়। কথা হচ্ছে, জি টিভির, বেশ জনপ্রিয় সিরিয়াল (Serial) কড়ি খেলা (Kori Khela) নিয়ে। সদ্য হোলি স্পেশ্যাল এপিসোডের (Episode) শ্যুটিং সারলেন তাঁরা। পরিবারের সকল সদ্যের সঙ্গে রঙ খেললেন অপূর্ব ও পারমিতা। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Mar 16 2022, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

হোলির (Holi) প্রস্তুতি বেশ কিছুদিন আগেই শুরু করে দিয়েছে গাঙ্গুলি পরিবার। পারমিতা, অনু, শুভ্রা সকলে মিলে রং কিনে এনেছে। বাড়িতে তৈরি হয়েছে নানা রকম মিষ্টি। সাজানো হয়েছে বাগান। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ঘনিষ্ঠদের। নাচ, গান, খাওয়া-দাওয়া ও আনন্দের মধ্যে হোলি উদযাপনে ব্যস্ত পুরো পরিবারে।

210

হোলিতে পারমফর্ম (Perform) করতে দেখা যাবে পারমিতাকে। তাঁর সঙ্গে যোগ দেবেন অপূর্ব। গান গাইবে, পারমিতার দেওর ও জা। এমনকী, পারমফর্ম করবেন অনুও। আনন্দ থেকে বাদ পড়েননি পারমিতার দেওর অনি। হোলির রঙ, যাতে তার জীবনে আনন্দ নিয়ে আসে, তারই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পারমিতা। এই সবই এক ফুটে উঠতে চলেছে হোলি স্পেশ্যাল এপিসোডে (Special Episode)।     

310

জি বাংলার বেশ জনপ্রিয় সিরিয়াল (Serial) হল কড়ি খেলা। গল্পের কেন্দ্রে অপূর্ব ও পারমিতার জীবন নিয়ে। গল্পের শুরুতে দেখা যায়, অপূর্ব একটি নামী প্রকাশনী সংস্থার মালিক। আর পারমিতা কেক তৈরি করে। অপূর্বর দুই মেয়ে আছে। কিন্তু এক দুর্ঘটনায় তাঁর স্ত্রী মারা যায়। দুজনকে একাই মানুষ করে সে। 

 

410

অন্য দিকে, পারমিতা তাঁর এক ছেলে আর শাশুড়িকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে। তাঁরা আসানসলের বাসিন্দা। বরের কর্মসূত্রে কলকাতা এসেছিল। কিন্তু, এক দুর্ঘটনায় তাঁর স্বামী গত হয়। এরপর থেকে সে একাই তাঁর ছেলে ও শাশুড়িকে নিয়ে থাকে। শাশুড়ির পেনসন আর তাঁর কেকের ব্যবসা, নিয়ে ভালোই স্বচ্ছন্দ্যে কাটছিল তাঁদের জীবন।  

510

এদিকে পারমিতার ছেলে কুট্টুস আর অপূর্বর ছোট মেয়ে গুঞ্জা এখই স্কুলে পড়ে। দুজনে ভালোই বন্ধু। ঘটনাচক্রে মা-হারা গুঞ্জা পারমিতার মধ্যে নিদের মাকে খুঁজে পায়। আর কুট্টুস অপূর্বর মধ্যে তার বাবাকে দেখে। গুঞ্জা ও কুট্টুসের জন্য পারমিতা ও অপূর্ব বিয়ে করবে বলে স্থির করে। 

610

নানান টাল বাহানার পর চার হাত এক হয়। তবে, এই বয়সে অনুষ্ঠান করে নয়, বরং পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ (Marriage) করেন তাঁরা। বিয়ের পর ছেলে কুট্টুসে নিয়ে অপূর্বর বাড়িতে আসেন পারমিতা। শুরুতে সব এতটাও সহজ ছিল না। অপূর্বের মা কিছুতেই মেনে নিতে চাননি পারমিতাকে।

710

অপূর্বর বড় মেয়ে শ্রীজা তাঁর মায়ের জায়গায় পারমিতাকে দিতে নারাজ ছিল। প্রথম থেকেই তার কাছে পারমিতা ছিল সৎ মা। ধীরে ধীরে বহু সমস্যার পর তাদের সম্পর্কের উন্নতি হয়। খুব অল্প সময়ের মধ্যেই পারমিতা অপূর্বর বাড়ির সকলের মন জয় করে নিয়েছিল। এমনকী, তাঁর ও অপূর্বর মধ্যেও তৈরি হচ্ছিল ভালোবাসা। 

810

এরই মাঝে বাধ সাঁধে পারমিতার আগের স্বামী। হঠাৎ সে জানতে পারে, দুর্ঘটনায় মৃত্যু হয়নি তাঁর আগের স্বামীর। সে স্মৃতি হারিয়ে বহু বছর অন্য জায়গায় ছিল। হঠাৎ-ই সে ফিরে আসে। আর পারমিতা ও অপূর্বর সংসার দেখে তা সহজে মেনে নিতে পারেনি। কুট্টুসের অভিভাবকত্ব দাবি করে। এই নিয়ে চলে বিস্তর সমস্যা। 

910

পারমিতার সাজানো সংসার ভাঙতে উঠে পড়ে লাগে তাঁর প্রাক্তন স্বামী। এমনকী, কুট্টুসকে ভয়ও দেখায়। শেষে জয় হয় সত্যের। এদিকে অপূর্বের প্রথম পক্ষের স্ত্রীর অনু অপূর্বর বাড়িতেই থাকেন। সেই অনু স্থানীয় এলএলএ-র সঙ্গে সমস্যায় পড়ায়। রাস্তায় অনু একবার তাঁকে অপমান করে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ছেলেটি। সেই সময় অনু ও পারমিতাকে প্রায় ধাক্কা দিতে যায়। 

1010

তাঁর এই ভুল পদক্ষেপের প্রতিবাদ করে অনু। যাতে খুবই অপমানিত হন সেই এলএলএ-র ছেলে। সে এখন মেতে উঠেছে প্রতিশোধ নিতে। যা সম্প্রতি দেখানো হচ্ছে সিরিয়ালে। এদিকে সদ্য হোলির উৎসবে মেতেছেন তাঁরা। রং, খাবার, মিষ্টি এমনকী, ভানেরও আয়োজন করা হয়েছে। নাচ, গান, আনন্দ- এর রাশ নতুনত্ব নিয়ে আসছে হোলি স্পেশ্যাল এপিসোড।  

 

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে
Recommended image2
কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট, কী প্রতিক্রিয়া অভিনেতার?
Recommended image3
সুকান্ত-র 'দেশলাই কাঠি' নিয়ে ব়্যাপ! জনপ্রিয় কবিতা পরিণত হল গানে, রিলিজ করার আগেই মানুষের চর্চায় 'অদম্য'
Recommended image4
হঠাৎ করেই ভাইরাল হয়ে গেলেন এক বৃদ্ধ! তারপর ঠিক কী হল তাঁর জীবনে? আসছে রাজু মজুমদারের ছবি ‘ফনীবাবু ভাইরাল’
Recommended image5
"অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে একটি শান্তি দিন"! মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি দেবের?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved