- Home
- Entertainment
- Bollywood
- আচমকাই বেপাত্তা, NCB-র সমনের কোনও জবাব দিচ্ছেন না অভিনেত্রী 'রকুল প্রীত সিং'
আচমকাই বেপাত্তা, NCB-র সমনের কোনও জবাব দিচ্ছেন না অভিনেত্রী 'রকুল প্রীত সিং'
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিন পর গত ৮ সেপ্টেম্বর এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময়েই ড্রাগ মামলায় জড়িত বলিউডের ২৫ জন সেলেবের নাম উল্লেখ করেছিলেন রিয়া। বারংবার জিজ্ঞাসাবাদের ফলেই উঠে এসেছিল এ-লিস্টারদের নাম। মাদকচক্রে জড়িত বলিউডের সবচেয়ে বড় রাঘববোয়ালের নামও ফাঁস করেছিলেন রিয়া। রিয়ার একসময়কার ঘনিষ্ঠ বান্ধবী সারা আলি খান-এর নামও তিনি ফাঁস করেছেন। তবে শুধু সারাই নন, শ্রদ্ধা, রকুল প্রীত সিংকে নিয়েও জলঘোলা শুরু হয়েছে। ইতিমধ্যেই এনসিবি-র নজরে রয়েছেন শ্রদ্ধা-সারা- রকুলরা। আজই এনসিবি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল রকুল প্রীত সিংয়ের। গতকালই সমন পাঠানো হয়েছিল রকুলকে। সমনের জবাব দিচ্ছেন না রকুল। কিন্তু হঠাৎই কোথায় বেপাত্তা হলেন অভিনেত্রী, বাড়ছে জল্পনা।
| Published : Sep 24 2020, 12:45 PM IST / Updated: Sep 24 2020, 12:53 PM IST
- FB
- TW
- Linkdin
)
সূত্র থেকে জানা গেছে, আজই এনসিবি-র দফতরে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটার ও অভিনেত্রী রকুল প্রীত সিংকে।
)
সময়মতো এনসিবি-র এলভিন হাউজ দফতরে হাজির হয়েছেন সিমন খাম্বাটার।
)
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্তের মধ্যে মাদক যোগ নিয়ে উত্তাল হয়েছে। সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকেও মাদক যোগে গ্রেফতার করেছে এনসিবি।
)
হঠাৎ করেই বেপাত্তা রকুল প্রীত সিং। এখনও পর্যন্ত এনসিবি-র দফতরে হাজির হননি রকুল প্রীত সিং।
)
এনসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, গতকালই রকুল প্রীত সিংকে সমন পাঠানো হয়েছে। সবরকম ভাবেই ওনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তবে ওনার পক্ষ থেকে কোনও জবাব মেলেনি।
)
সূত্র থেকে আরও জানা গেছে, বলি অভিনেত্রী রকুল প্রীত সিংকে দ্বিতীয়বার সমন পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এনসিবি।
)
মুম্বইতে রকুল প্রীতের দুটো বাড়ি রয়েছে, দুই জায়গাতেই সমন পাঠানো হয়েছে। এর পাশাপশি সমনের সফট কপি হোয়াটসঅ্যাপে এবং ই-মেল মারফত পাঠানো হয়েছে।
)
একাধিকবার এনসিবি-র জেরার মুখে পড়েই মাদক সেবনের কথা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া। শুধু তাই নয়, বলিউডের ২৫ জন হাই প্রোফাইল তারকার নামও উঠে এসেছে রিয়ার জেরায়।
)
বলিউডের পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বেশ কিছু তাবড় ব্যক্তিত্বদেরও নামও জেরায় উঠে এসেছে। তাদের মধ্যে সকলেই ড্রাগের সঙ্গে যুক্ত। কেউ ড্রাগ সেবন তো কেউ ড্রাগ পাচার সকলেই যুক্ত নিষিদ্ধ মাদকচক্রে।
)
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এনসিবি-র ডেপুটি ডিরেক্টর কেপিএস মলহোত্রা জানিয়েছিলেন, শুধু সারা নন, আরও দুই অভিনেত্রী রকুল প্রীত ও সিমন খামবাট্টার নামও নিয়েছেন রিয়া। রিয়ার বয়ানের পরই তাদের সমন পাঠানো হয়েছে।
)
ইতিমধ্যেই গত তিন দিন ধরে জয়া শাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনসিবি-র পক্ষ থেকে। যার ফোন থেকেই দীপিকা, শ্রদ্ধাদের মাদকযোগের হদিশ পাওয়া গেছে।