- Home
- Entertainment
- Bollywood
- 'আইপিএল ম্যাচের পর বাথরুমে বসে ড্রাগ নেন ক্রিকেটার পত্নীরা', দাবি লাস্যময়ী শার্লিনের
'আইপিএল ম্যাচের পর বাথরুমে বসে ড্রাগ নেন ক্রিকেটার পত্নীরা', দাবি লাস্যময়ী শার্লিনের
- FB
- TW
- Linkdin
বলিউডের মাদকযোগ নিয়ে উত্তাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে ক্রিকেটের সঙ্গে মাদক যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শার্লিন চোপড়া।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শার্লিন জানিয়েছেন, আইপিএল-এও মাদক ব্যবহার করা হয়।
মডেল অভিনেত্রী আরও জানিয়েছেন, ক্রিকেট ম্যাচেও রমরমিয়ে চলে ড্রাগসের ব্যবহার।
শার্লিনের দাবি, কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট ম্যাচের পর ক্রিকেটার ও বলি স্টারদের স্ত্রীয়েরা বাথরুমে বসে কোকেন নেন।
শার্লিন আরও জানিয়েছেন, কেকেআর-এর ম্যাচে শেষের পর একটি পার্টির আয়োজন হয়েছিল। সেখানে ক্রিকেটারদের পাশাপাশি বলিউডের অনেক বড় তারকারাই উপস্থিত ছিলেন।
সেই পার্টিতে গিয়েই ফ্রেশ হতে বাথরুম গিয়ে চমকে যান শার্লিন। বাথরুমে গিয়েই দেখেন,ক্রিকেটার ও বলি তারকাদের স্ত্রীয়েরা বসে কোকেন নিচ্ছিলেন, জানিয়েছেন শার্লিন।
শার্লিনের এই বক্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে। এর আগেও বেটিং চক্রে নাম জড়িয়ে কলঙ্কিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
আইপিএল-এর কোন সিজনে এবং কোন ম্যাচের পর এমন ঘটনা ঘটেছে, তা নিয়েও শার্লিন চোপড়া স্পষ্ট জানাননি।
করোনার বাধা কাটিয়ে সদ্যই শুরু হয়েছে আইপিএল। এই নিয়ে তৃতীয়বার দেশের বাইরে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।