- Home
- Entertainment
- Bollywood
- মদ্যপ অনুষ্কাকে ভরসা করা মানেই ঠকতে হবে, বিস্ফোরক মন্তব্য করে কোন রহস্য ফাঁস করলেন রণবীর
মদ্যপ অনুষ্কাকে ভরসা করা মানেই ঠকতে হবে, বিস্ফোরক মন্তব্য করে কোন রহস্য ফাঁস করলেন রণবীর
- FB
- TW
- Linkdin
অনুষ্কা শর্মা বর্তমানে তিনি মদ খাননা। তবে একটা সময় তিনি বেশ মদ্যপান করতেন। আর সেই কথাটাই সকলে জানে।
তবে তাঁর ঘনিষ্ঠ মহল জানে, তিনি বর্তমানে মদ পান করেন না। আর এই জানা অজানার মাঝেই ঘটে মজার এক কাণ্ড।
আর সেই গোপন রহস্যই ফাঁস করলেন রণবীর কাপুর। জানালেন কীভাবে অনুষ্কা সকলের হাঁড়ির খবর বার করে আনেন।
পার্টিতে গিয়ে অনুষ্কা হাতে গ্লাস নিয়ে বসে থাকেন। বিপরীতে থাকা ব্যক্তিটা মদ্যপান করেই চলেন। আর অনুষ্কা করেন অপেক্ষা।
কেবল মদ্যপান করার ভান করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সামনেৎ ব্যক্তিটি হুঁস হারিয়ে ফেলে।
এরপরই তিনি মনের সব কথা বলে ফেলেন অনুষ্কাকে। এভাবে পার্টির সকলের পেটের খবর জেনে ফেলেন অনুষ্কা।
যদিও তা নিয়ে চর্চা তিনি কখনই করেন না। তবে দাবী করেন তিনি অনেকের অনেক গোপন রহস্য জানেন।
আর এই রহস্য ফাঁস করেন খোদ রণবীর কাপুর। তিনি জানান অনুষ্কার বলিউডডের এই হাঁড়ির খবর রাখার স্বভাব।