- Home
- Entertainment
- Bollywood
- বলিউড হটস্টার নিজেই ছোঁটেন কন্ডোম কিনতেন, বিকর্তিক মল্লিকার বোল্ড লুক আজও ভাইরাল নেটদুনিয়ায়
বলিউড হটস্টার নিজেই ছোঁটেন কন্ডোম কিনতেন, বিকর্তিক মল্লিকার বোল্ড লুক আজও ভাইরাল নেটদুনিয়ায়
- FB
- TW
- Linkdin
মল্লিকা শেরাওয়াত মানেই পর্দায় টান টান উত্তেজনা। একের পর এক ছবি করে ঝড় তুলেছিলেন তিনি।
মল্লিকা এমনভাবে নিজেকে পর্দায় তুলে ধরেছেন, যা প্রতিটা পদক্ষেপে ভক্তদের মনে ঝড় তোলে। হট অভিনেত্রীদের মধ্যে প্রথমসারিতে নাম লিখিয়েছেন তিনি।
পরিচালক থেকে শুরু করে একাধিক অভিনেতা প্রকাশ্যেই শিকার করেছেন মল্লিকা মানেই উষ্ণতার জোয়ার। তা প্রমাণ করার জন্য একাধিক ছবিতে এক এক রকমের দৃশ্য ফুঁটিয়ে তোলা হত।
ভক্তদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল মল্লিকার ছবির ওপর তাঁরা খাবার রাখলে নাকি তা গরম হয়ে যায়।
এই কথার ওপর ভিত্তি করেই মল্লিকা কপিল শর্মার শো-তে বলেছিলেন এক পরিচালক তাঁর পেটের ওপর অমলেট ভাজতে চেয়েছিলেন।
এখানেই শেষ নয়। প্রথম ছবিতেই কন্ডোম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। নিজে হাতে কিনেছিলেন কন্ডোম।
ছবিতে এই দৃশ্য দেখানোর পরই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে একাধিক। কেন এই ধরনের চরিত্র দেখানো হল প্রশ্ন করায় সাফ উত্তর দিয়েছিলেন মল্লিকা।
তাঁর মতে এই ধরনের চরিত্রে ভুলনেই কোথাও। প্রথম থেকেই তিনি স্পষ্ট কথা বলেন। তাঁর মতে এই অভ্যাস যদি সব মেয়েদের মধ্যে গড়ে ওঠে তবে তা দেশের জন্য ভালো।
পাশাপাশি খোলামেলা পোশাক বিতর্কেও জড়িয়েছিলেন মল্লিকা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কেন এই ধরনের পোশাক পরেন।
মল্লিকা সাফ জানিয়েছিলেন তাঁর কাছে দেখানোর জিনিস আছে তাই তিনি দেখান। অন্যদের নেই তাই তিনি দেখান না।